Mithun Chakraborty

Papiya Paul

Mithun Chakraborty: পদ্মভূষণে সম্মানিত মিঠুন চক্রবর্তী, পদ্মসম্মানে সম্মানিত একগুচ্ছ শিল্পী, দেখুন তালিকা

নিউজশর্ট ডেস্কঃ ভারতীয় সিনেমা জগতে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তার। বাংলায় ইন্ডাস্ট্রির পাশাপাশি হিন্দি সিনেমার জগতেও বিরাট ভূমিকা পালন করেছেন এই জনপ্রিয় অভিনেতা। আজকের এই প্রতিবেদনে কথা হচ্ছে মিঠুন চক্রবর্তীকে(Mithun Chakraborty) নিয়ে। এবার পদ্মভূষণে(Padma Bhusan) সম্মানিত হলেন বাংলার মহাগুরু।

   

বিগত কয়েক দশক ধরে হিন্দি এবং বাংলা সিনে জগতে নিজের দুর্দান্ত অভিনয় গুণের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন মিঠুন চক্রবর্তী। একদিকে যেমন দুর্দান্ত অভিনয় গুণ, ঠিক তেমনি দারুন নাচের পারফরম্যান্স সবেতেই কামাল দেখিয়েছেন এই অভিনেতা। আর এবার এই জনপ্রিয় অভিনেতাকে পদ্মভূষণ সম্মানিত করা হলো। মিঠুন চক্রবর্তীর পাশাপাশি আরো ১৬ জনকে পদ্মভূষণ দেওয়া হল।

কারা কারা পেলেন এই বিশেষ সম্মান? কেরলের এম ফতিমা বিভী (মরণোত্তর), শিল্পপতি সীতারাম জিন্দাল, সাহিত্য সাংবাদিক হরমুসজি এন কামা, চিকিৎসক অশ্বিনী বালচাদ মেহতা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা।  এছাড়া পদ্মশ্রী পুরস্কারের জন্য ৩৪ জনকে সম্মানিত করার কথা ঘোষণা করা হয়েছে।

Mithun Chakraborty

আরও পড়ুন: Mithun Chakraborty: মিঠুন নাকি জিতেন্দ্র! বলিউডে সবথেকে বেশি ফ্লপ সিনেমা করেছেন এই ৭ তারকা!

এই বছর পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হচ্ছেন বাংলার প্রখ্যাত ভাস্কর সনাতন রুদ্র পাল ও মুখোশ শিল্পী নেপাল চন্দ্র সূত্রধর। তাকে মরণোত্তর সম্মান দেওয়া হবে। এছাড়া পুরুলিয়ার আদিবাসী পরিবেশকর্মী দুখু মাজি এবং বীরভূমের ভাদুশিল্পী রতন কাহার।

mithun chakraborty

আর এই বছর পাঁচজনকে সর্বোচ্চ সম্মান পদ্মবিভূষণে ভূষিত করা হলো। এই তালিকায় রয়েছেন  দক্ষিণী তারকা চিরঞ্জীবী, প্রাক্তন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু, তামিলনাড়ুর বৈজয়ন্তীমালা বালি, বিহারের সমাজকর্মী বিন্দেশ্বর পাঠক (মরণোত্তর) এবং তামিলনাড়ুর পদ্ম সুব্রহ্মনিয়ম।