Arijit

যেই স্টেশনে বেচে ছিলেন চা, আজ সেই স্টেশনকে ৫ স্টার বানিয়ে দিলেন প্রধানমন্ত্রী মোদী

রাজনীতিতে আসার আগে অর্থাৎ গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার আগে নিজের পুরো শৈশবকাল বাবার সঙ্গে রেল ষ্টেশনে চা বিক্রি করেছেন আজকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদীজি ছোটবেলায় যেখানে বাবার সঙ্গে চা বিক্রি করতেন, সেই বডনগর রেলওয়ে স্টেশনকে একেবারে ফাইভ স্টার হোটেলের মত করে সাজিয়ে দিলেন মোদিজি।

   

পশ্চিম রেলওয়ের আধিকারিক দীপক কুমার ঝাঁ জানিয়েছেন, বডনগর শহর ঐতিহ্যবাহী হওয়ার কারণে সেখানকার স্টেশনটিকেও হেরিটেজ লুক দেওয়া হয়েছে। এই শহরেই রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পৈতৃক ভিটে।

এছাড়াও গান্ধীনগর রেলওয়ে স্টেশন একটি পাঁচতারা হোটেলের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী। জানা যাচ্ছে, গান্ধীনগরই ভারতের প্রথম রেলওয়ে স্টেশন যেখানকার যাত্রীরা এয়ারপোর্টের মতো সুযোগ-সুবিধা পাবেন।