Arijit

লক্ষ লক্ষ ভক্তকে কাঁদিয়ে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিলেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মইন আলি। ইংল্যান্ডের হয়ে সাদা জার্সিতে আর দেখা যাবে না এই তারকা অলরাউন্ডারকে। সোমবার ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফ থেকে একথা জানানো হয়েছে।

   

2014 সালে ঐতিহাসিক লর্ডসে শ্রীলংকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে ইংল্যান্ডের জার্সিতে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় এই তারকা অলরাউন্ডারের। তারপর থেকে টেস্ট ক্রিকেটে দাপটের সঙ্গে খেলেছেন তিনি। তবে এবার টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মইন আলি। ইংল্যান্ডের হয়ে 64 টি টেস্ট ম্যাচ খেলেছেন মইন, করেছেন 2914 রান, বল হাতে নিয়েছেন 195 টি উইকেট। টেস্ট ক্রিকেটে 5 টি শতরান এবং 14 টি অর্ধশতরান রয়েছে মইন আলির নামে। এছাড়াও পাঁচ বার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন মইন।

অবসর ঘোষণার পর মইন আলি বলেছেন, “টেস্ট ক্রিকেট দারুন। আমি সবথেকে বেশি উপভোগ করেছি টেস্ট ফরম্যাটের ক্রিকেট। কিন্তু এই ফরম্যাটের যে চাহিদা সেটা আমি আর এই বয়সে এসে নিতে পারব না। তাই টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ালাম।”