Business Idea

Business Idea: মাত্ৰ ১৫ হাজার টাকা দিয়ে কিনুন এই মেশিন, এই ব্যবসায় প্রতি মাসে রোজগার হবে ৬০ হাজার টাকা

নিউজ শর্ট ডেস্ক: দিন দিন যে হারে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে তাতে আয়ের উৎস হিসাবে মানুষ শুধুমাত্র চাকরির ভরসায় থাকতে পারছেন না। তাই কমবেশি সকলেই এখন চাকরির পাশাপশি বাড়তি উপার্জনের উৎস হিসাবে ছোটোখাটো নিজস্ব ব্যবসা (Business) শুরু করতে চাইছেন।বিশেষ করে এখনকার দিনে বাড়ির মহিলাদের জন্যও অনেক নতুন নতুন ব্যবসা রয়েছে।

যার মাধ্যমে ঘরে বসেই টাকা উপার্জন করে স্বনির্ভর হতে পারেন। আর এইভাবে প্রত্যেকেই  নিজের উপার্জিত টাকায় নিজের সমস্ত চাহিদা পূরণ করতে পারেন।আর আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এমনই এক কম পুঁজিতে বেশি উপার্জন করার একটি ব্যবসায়িক বুদ্ধি (Business Idea)। অভিনব এই ব্যবসায় মাত্র ১৫ হাজার টাকা বিনিয়োগ করেই মাসে ৬০ হাজার টাকা পর্যন্ত আয় করা যায়।

এই অভিনব ব্যবসায় বাড়িতেই একটি মেশিন বসিয়ে তার থেকে ভালো টাকা উপার্জন করা যেতে পারে। বিশেষ করে বাড়ির মহিলাদের জন্য এই ব্যবসাই অর্থ উপার্জনের সেরা উৎস হতে পারে।মাত্র ১৫ হাজার টাকা মূল্যের এই মেশিনটি বাড়িতে সেটআপ করে কোন বাড়তি খরচ ছাড়াই প্রতি মাসে ৬০ হাজার টাকা উপার্জন করা যায়। 

ব্যবসা,Business,ব্যবসায়িক বুদ্ধি,Business Idea,টিপ তৈরীর ব্যবসা,Bindi Making Business,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

আসুন জানা যাক এই ব্যবসার সমস্ত খুঁটিনাটি তথ্য। এই ব্যবসা মূলত মহিলাদের জন্য হলেও  পুরুষরাও নির্দ্বিধায় এই ব্যবসা শুরু করতে পারেন। কি ভাবছেন কিসের ব্যবসার কথা বলা হচ্ছে? আসলে এখানে মহিলাদের সাজগোজের এমন একটা জিনিসের কথা বলা হচ্ছে যা তাঁরা প্রায় প্রতিদিন ব্যবহার করে থাকেন। 

 আরও পড়ুন: বেশি কিছু না, শুধু এই মশলা চাষ করেই হতে পারেন কোটিপতি! ব্যবসার ট্রিকস শিখে নিন

আর সেটি হল টিপের পাতা। কেউ চাইলে বাড়িতে বসেই এই টিপ তৈরী করে ভাল লাভ করতে পারেন। ভারতীয় মহিলাদের মধ্যে প্রায় সারা বছরই নিত্য-নতুন ডিজাইনের টিপের ব্যাপক চাহিদা থাকে। তাই প্রত্যেকের চাহিদার কথা মাথায় রেখেই এই  টিপের ব্যবসা শুরু করা যেতে পারে।

Financial Task

এর জন্য, প্রথমে একটি মেশিন কিনতে হবে এবং কাঁচামাল কেনার পর বাড়ি বসেই  ডিজাইনের টিপ তৈরী করা যেতে পারে। বাজারে যেহেতু টিপের ব্যাপক চাহিদা রয়েছে, তাই টিপের এক-এক প্যাকেটের দাম ৫ থেকে  ১০ টাকা পর্যন্ত নেওয়া যেতে পারে। এই ভাবে টিপের পাতা বিক্রি করেই প্রতি মাসে ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকা আয় করা যেতে পারে।

Avatar

anita

X