নিউজশর্ট ডেস্কঃ ভারতের জনপ্রিয় ধনকুবের মুকেশ আম্বানিকে(Mukesh Ambani) নিয়ে সকলের মনের মধ্যে কৌতূহল রয়েছে। তার অন্যতম জনপ্রিয় সংস্থা হল রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিজ(Reliance Industries)। ইতিমধ্যেই মুকেশ আম্বানি তার মেয়ে ইশা আম্বানিকে রিলায়েন্স রিটেলের দায়িত্ব দিয়েছেন।
২০২২ সালের আগস্ট মাস থেকে ইশা এই দায়িত্ব সামাল দিচ্ছেন এবং তারপর থেকে এই সংস্থা আরো ভালো পারফরম্যান্স করছে। আর এবার এই সংস্থাটি খুব শীঘ্রই হোম অ্যাপ্লায়েন্সের বিভাগে নতুন করে এন্ট্রি নিতে চলেছে। ডিএনএ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, রিলায়েন্স রিটেল খুব শীঘ্রই এসি, স্মার্ট টিভি এবং অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সে লঞ্চ করতে চলেছে।
সম্প্রতি Wyzr নামক একটি নতুন ব্র্যান্ড চালু করেছে রিলায়েন্স রিটেল। শুরুতে তারা এয়ারকুলার দিয়ে ব্যবসা শুরু করেছে। জানা গিয়েছে যে রিলায়েন্স বর্তমানে স্থানীয় সংস্থার ডিক্সন টেকনোলজিস এবং মিরক ইলেক্ট্রনিকের সঙ্গে আলোচনা করছে। যাদের মূল সংস্থা হচ্ছে ওনিডা। মার্কেট শেয়ারে ভালো বৃদ্ধি অর্জনের জন্য এই কোম্পানিটি এখন নিজস্ব উৎপাদন কারখানা তৈরি করার চেষ্টা করছে।
মনে করা হচ্ছে যে রিলায়েন্স রিটেল এই নতুন ব্র্যান্ড স্থাপন করলে অন্যান্য বিদেশী ব্র্যান্ডগুলোর বাজারে চাপ পড়তে পারে। জানা গিয়েছে, এই নতুন ব্রান্ডের জিনিসপত্র অনেক বেশি সস্তায় পাওয়া যাবে। যদিও কোম্পানির পক্ষ থেকে এখনো কোনো রকমের আনুষ্ঠানিক তথ্য দেওয়া হয়নি। এমনিতেই ভারতের বাজারে এসির চাহিদা প্রচুর। ক্যারিয়ার, স্যামসাং, এলজি, ব্লু স্টার এই কোম্পানিগুলোর এসি খুব জনপ্রিয়। তবে এবার ভারতের বাজারে রিলায়েন্সের এসি চালু হলেই প্রতিযোগিতা আরো যে বাড়বে তা বোঝাই যাচ্ছে।