নিউজশর্ট ডেস্কঃ ভারতের অন্যতম জনপ্রিয় এবং সবথেকে ধনী শিল্পপতির তালিকায় নাম রয়েছে মুকেশ আম্বানির(Mukesh Ambani)। এই মুহূর্তে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ছাড়াও একাধিক সংস্থার মালিক তিনি। আর এর ফলে তার সম্পত্তির পরিমাণ যে আকাশছোঁয়া হবে তা আর বলতে বাকি রাখে না। এই মুহূর্তে মুকেশ আম্বানি প্রায় ৮৯৯৫১৪ কোটি টাকার বেশি সম্পদে নিয়ে ভারত তথা এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় নাম তুলেছেন।
তবে মুকেশ আম্বানির থেকেও বেশি সম্পদের সঙ্গে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে অন্য আরেকজন ব্যক্তি আছেন। এই ধনী ব্যক্তির সঙ্গে সম্পর্ক রয়েছে মুকেশ আম্বানির। আজকের এই প্রতিবেদনে এমনই একজন ধনকুবেরের সম্পর্কে আলোচনা করব। ভারতের অন্যতম ধনী ব্যক্তি অরবিন্দ পোদ্দারের(Arvind Poddar) সম্পর্কে বিস্তারিত জানাবো।
এই ব্যক্তির মোট সম্পত্তির পরিমাণ বর্তমানে প্রায় ২৯,০৯২ টাকা। এই ব্যক্তির পরিবার বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজকে নিয়ন্ত্রণ করছে। যেই সংস্থা কৃষি, খনি এবং যানবাহনের যন্ত্রপাতি এবং টায়ার তৈরি করে থাকে। এই সংস্থার বাজারে মূলধন রয়েছে ৪৯৬৫৪ কোটি টাকা। এবার প্রশ্ন হল এই আম্বানি পরিবারের সঙ্গে অরবিন্দ পরিবারের কি সম্পর্ক রয়েছে?
আরও পড়ুন: মুকেশ আম্বানি নয়, দেশের সবচেয়ে দামী গাড়ির মালিক এই কোটিপতি, চেনেন তাকে?
অরবিন্দ পোদ্দারের ছেলে রাজিব পোদ্দার মনোজ মোদির মেয়ের সঙ্গে বিয়ে করেছেন। এই মনোজ মোদি এই মুকেশ আম্বানির খুব ঘনিষ্ঠ এক কথায় ‘ডান হাত’ হিসেবে কাজ করেন। এই ব্যক্তি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। আর তাই তাকে উপহার হিসেবে এন্টিলিয়ার কাছে ১৫০০ কোটি টাকার একটি বাড়ি উপহার দিয়েছেন মুকেশ আম্বানি। অরবিন্দ পোদ্দারের এই বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ ১৯৫১ সালের টায়ার উৎপাদন ব্যবসা শুরু করেছিল।
এখন তার ছেলে রাজিব পোদ্দার এবং মনোজ মোদির মেয়ে খুশবু পোদ্দার এই সংস্থার যুগ্ম এমডি হিসেবে কাজ করছেন। ২০২১ সালে মহারাষ্ট্রে একটি নতুন টায়ার কারখানা খোলে এই সংস্থা। তবে এই সংস্থা অন্যান্য ধনকুবেরদের তুলনায় সবসময় আলোচনা থেকে দূরে থাকেন। ফোর্বসের তালিকা অনুসারে, অরবিন্দ পোদ্দার দেশের ৫৯ তম ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত হয়েছেন।