Mumbai Travel Influencer Aanvi Kamdar died while making reel

ভাইরাল হওয়ার নেশায় বুঁদ! রিল বানাতে গিয়ে খাদে পড়ে মৃত্যু তরুণীর, ফাঁস রোমহর্ষক ভিডিও

নিউজশর্ট ডেস্কঃ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল (Viral) হওয়ার লোভে অনেকেই নানা রকমের ঝুঁকি নিয়ে থাকেন। কখনও দেখা যায় কেউ পাহাড়ের গভীর খাদের সামনে দাঁড়িয়ে রিল (Reel Video) বানাচ্ছেন তো আবার কেউ কেউ ভিডিও করেছেন। এই পরিস্থিতিতে প্রশাসন বারংবার সতর্ক করলেও কর্ণপাত করেন না কেউই। ফলে ঘটে যায় নানা দুর্ঘটনা। তেমনি এক দুর্ঘটনার সাক্ষী থাকল নেট দুনিয়া।

বর্তমানে তুমুল বৃষ্টিতে ভিজছে গোটা মহারাষ্ট্র। সেই আবহাওয়ায় ঘুরতে গিয়ে কুম্ভে জলপ্রপাতে পড়ে মৃত্যু হল এক মহিলার। কোন ভাবে উদ্ধার করা গেলেও বাঁচানো সম্ভব হয়নি তাঁকে। কিভাবে হল এমনটা? জানলে অবাক হতেই হয়।

রিল বানাতে গিয়ে মৃত্যু তরুণীর

মুম্বইয়ের বাসিন্দা আনভি কামদার গত ১৬ জুলাই মহারাষ্ট্রের রায়গড়ের কাছে কুম্ভে জলপ্রপাতে সাত বন্ধুর সঙ্গে একটি ট্রিপে যান। গত বুধবার সকাল ১০বেজে ৩০ মিনিট নাগাদ সেই ট্যুরই একটি দুঃখজনক মোড় নেয়। হঠাৎই রিল ভিডিয়ো শ্যুট করার সময় ৩০০ ফুট গভীর খাদে পড়ে যান ২৬ বছর বয়সী এই ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয় এবং তাঁদের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে যায়। কোস্ট গার্ড, কোলাদ উদ্ধারকারী দল এবং মহারাষ্ট্র রাজ্য বিদ্যুৎ পর্ষদের কর্মীদের কাছ থেকে অতিরিক্ত সহায়তা চাওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ ভিউজ পেতে ফুলশয্যার ভিডিও ছাড়ল নবদম্পতি! ভাইরাল হতেই ছিঃ ছিঃ করছে নেটপাড়া

এক উদ্ধারকারী জানান, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই আমরা বুঝতে পারি যে, মেয়েটি প্রায় ৩০০-৩৫০ ফুট নীচে পড়ে গিয়েছে। এমনকী তাঁর কাছে পৌঁছানোর পরেও তাঁকে উঠিয়ে নিয়ে আসা কঠিন ছিল, কারণ সে আহত ছিল এবং প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। একটি উল্লম্ব কপিকল ব্যবহার করে তাকে বের করা হয়েছে।’ ছয় ঘণ্টার উদ্ধার অভিযানের পর আনভিকে নিরাপদে সেখান থেকে বের করে আনা হয়। মানাগাঁও মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা আনভিকে মৃত্যু বলে ঘোষণা করেন।

উল্লেখ্য, এই ঘটনার পর তহসিলদার এবং মানাগাঁও পুলিশ পরিদর্শক-সহ স্থানীয় কর্তৃপক্ষ পর্যটক এবং নাগরিকদের জন্য একটি আবেদন জারি করেছে। তারা সবাইকে দায়িত্বের সাথে পর্যটন উপভোগ করার এবং সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য অন্বেষণ করার সময় নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, একজন ভ্রমণ পিপাষু এবং সামাজিক মিডিয়া ইনফ্লুয়েন্সার  আনভির মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় গভীর শোকপ্রকাশ করেছেন তাঁর অনুরাগীরা।

Avatar

Koushik Dutta

X