নিউজশর্ট ডেস্ক: আপনি যদি ইলেকট্রিক মোটরসাইকেলের(Electric Bike) বাজারে কোন প্রিমিয়াম মডেল নিতে চান তাহলে এবার সেই সুযোগ দিচ্ছে mXmoto। এই সংস্থা সম্প্রতি ভারতে লঞ্চ করেছে নতুন মোটরবাইক M16।
এটি ডিজাইনের দিক থেকে দেখতে ক্রুজার বাইকের মত। সংস্থার তথ্য অনুযায়ী এই বাইক একবার চার্জ দিলেই ১৬০ থেকে ২০০ কিলোমিটার পর্যন্ত পথ অতিক্রম করতে পারে।
এই সংস্থা জানিয়েছে এই বাইকটির ব্যাটারি ০-৯০ শতাংশ চার্জ হতে তিন ঘণ্টার কম সময় লাগবে। এই ইলেকট্রিক বাইকে আট বছর অথবা মোটর ও কন্ট্রোলারে ৮০ হাজার কিলোমিটার যেটি আগে হবে সেই ওয়ারেন্টি দেবে কোম্পানি।
আরও পড়ুন: Hero: মাত্র ১৫ হাজার টাকাতেই কিনুন ‘মাইলেজ কিং’! হিরোর এই বাইকে রয়েছে মাথা ঘোরানো ফিচার্স
এই সংস্থার M16 কন্ট্রোলারটি ইনপুট শক্তি ১৬ শতাংশ পর্যন্ত বাড়িয়ে তুলতে সক্ষম যাতে ড্রাইভিং সিস্টেম ভালো পারফরম্যান্স দেয়।
এই মোটরসাইকেলের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হিসেবে এটির মধ্যে রয়েছে ডাইনামিক এলইডি হেডলাইট, ট্রিপল ডিস্ক ব্রেক সিস্টেম, এলইডি ডিরেকশন ইন্ডিকেটর, স্মার্ট অ্যাপ, ক্রুজ কন্ট্রোল, রিভার্স অ্যাসিস্ট, অ্যান্টি স্কিড অ্যাসিস্ট, পার্কিং অ্যাসিস্ট অন বোর্ড নেভিগেশন ব্লুটুথ সাউন্ড সিস্টেম, অন রাইড কলিং প্রভৃতি।