Bengali Serial

anita

Bengali Serial: ‘পারো’র চরিত্রে আর দেখা যাবে না অঙ্গনাকে! ‘তুমি আশেপাশে থাকলে’-তে এন্ট্রি নিলেন এই অভিনেত্রী

নিউজ শর্ট ডেস্ক: বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে এখন ভূতেদের ছড়াছড়ি। যদিও এরা ভালো ভূত। আসলে মৃত্যুর পরেও মায়া কাটাতে না পেরে মাঝেমধ্যেই নানা ধরনের ভৌতিক কান্ড কারখানা ঘটায় এরা। স্টার জলসা পর্দায় গত বছরের নভেম্বর মাসে তেমনই এক ভৌতিক কাহিনী নিয়ে শুরু হয়েছিল ‘তুমি আশে পাশে থাকলে’। এই ধারাবাহিকে প্রধান নায়ক দেবের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা রোহন  ভট্টাচার্য (Rohaan Bhattacharjee)। আর তাঁর বিপরীতে দেখা যাচ্ছে অভিনেত্রী অঙ্গনা রায়কে (Angana Roy)।

   

ধারাবাহিকের শুরু থেকেই দেখা যাচ্ছে ট্রেন দুর্ঘটনায়  মৃত্যু হয়েছে  পারোর।  কিন্তু মৃত্যুর পরেও দেবকে ছেড়ে যেতে পারেনি পারোর আত্মা। অন্যদিকে পারোর মৃত্যুর পর রোহনের সাথে বিয়ে হয়েছে পার্বতীর। যা’কে হুবহু পারোর মতোই দেখতে। অর্থাৎ সিরিয়ালে পারো এবং পার্বতী উভয় চরিত্রেই অভিনয় করছেন অঙ্গনে।

কিন্তু শুরু থেকেই এই ধারাবাহিকটি টিআরপি তালিকায় সেভাবে ছাপ ফেলতে পারেনি। তাই এবার টিআরপি তুলতেই এই সিরিয়ালটিতে আনা হল এক দারুন টুইস্ট। বদলে দেওয়া হল সিরিয়ালের নায়িকা পারোকে। মঙ্গলবার থেকেই নতুন পারো হয়ে এই ধারাবাহিকে এন্ট্রি নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী নবনীতা দাস (Nabanita Das)। তাহলে কি এবার থেকে সিরিয়ালে আর দেখা যাবে না অঙ্গনা রায় কে?

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,তুমি আসে পাশে থাকলে,Tumi Ashe Pashe Thakle,রোহন ভট্টাচার্য,Rohan Bhattacharya,অঙ্গনা রায়,Angana Roy,পারো,Paro,নবনীতা দাস,Nabanita Das,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

আসল সত্যিটা কি? মাঝপথেই এই ধারাবাহিকে এন্ট্রি প্রসঙ্গে হিন্দুস্তান টাইমস বাংলায় নবনীতা জানিয়েছেন,’আমি মাঝখান থেকে আগে কখনও কোনও সিরিয়ালে যোগ দিইনি। আগে কী হয়েছে সেগুলো একটু ফলো করতে হচ্ছে। গভীরভাবে প্রতিটা এপিসোড ফলো না করলেও আমি দর্শক হিসাবে এই সিরিয়ালের দেখেছি বেশকিছু এপিসোড। তখন তো জানতাম না আগামিদিনে এই সিরিয়ালে যোগ দেব’।

আরও পড়ুন: সিরিয়ালের মায়ের চরিত্রে একাই একশো অপরাজিতা! বাস্তবে আজও শোনা হল না ‘মা’ ডাক

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,তুমি আসে পাশে থাকলে,Tumi Ashe Pashe Thakle,রোহন ভট্টাচার্য,Rohan Bhattacharya,অঙ্গনা রায়,Angana Roy,পারো,Paro,নবনীতা দাস,Nabanita Das,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

প্লট অনুযায়ী এই সিরিয়ালের গল্পে দেখানো হচ্ছে দুর্ঘটনার পর প্লাস্টিক সার্জারির করানোর জন্য বদলে গিয়েছে পারোর চেহারা। তবে অঙ্গনা ভক্তরা নিশ্চিন্তে থাকুন কারণ ধারাবাহিকে আগের মতোই পার্বতীর চরিত্রে দেখা যাবে তাঁকে। তবে নতুন পারো হয়ে নবনীতা এন্ট্রি নেওয়ায় দেব-পার্বতীর সম্পর্কের রসায়নে কতখানি বদল আসে সেটাই দেখার।