Neem Phooler Madhu Might end soon rumours Rubel Das open up on this matter

পুজোর পরেই শেষ হচ্ছে ‘নিম ফুলের মধু’? মুখ খুললেন পর্দার ‘বাবুউউ’ সৃজন

পার্থ মান্নাঃ বাঙালি দর্শকদের পছন্দের সিরিয়ালের মধ্যে অন্যতম জি বাংলার ‘নিম ফুলের মধু’। সৃজন-পর্ণার জুটি যেমন সুপারহিট তেমনি একেরপর এক ধামাকা পর্বের জেরে টিআরপি তালিকাতেও বেশ ভালো পারফর্ম করছে ধারাবাহিকটি। তবে নেটপাড়ায় রটে গিয়েছে এবার নাকি শেষ হচ্ছে ‘নিম ফুলের মধু’! খবর প্রকাশ্যে আসা মাত্রই হইচই পড়ে গিয়েছে নেটপাড়ায়।

শেষ হচ্ছে ‘নিম ফুলের মধু’?

আর পাঁচটা মেগা যেখানে শুরু হওয়ার ৩  থেকে ৬ মাসের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে সেখানে দেখতে দেখতে দুবছর পেরিয়েছে সৃজন-পর্ণা ও বাবুউউর মায়ের কাহিনী। তবে এবার জোর গুঞ্জন শেষ হতে চলেছে ধারাবাহিকটি! আচমকা শেষ হওয়ার গুঞ্জনে একদিকে যেমন দর্শকেরা অবাক তেমনি অবাক খোদ অতিনেতা অভিনেত্রীরাও।

Neem Phooler Madhu

কি জানালেন সৃজন অভিনেতা?

জল্পনা কল্পনায় ইতি ঘটাতে সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল ‘বাবুউউ’ থুড়ি সৃজন অভিনেতা রুবেল দাসের সাথে। সব শুনে হেসে ফেলেন তিনি। এরপর বলেন, ‘হ্যাঁ গুঞ্জন আমার কানেও এসেছে। তবে চ্যানেলের পক্ষ থেকে এমন কোনো খবর নেই যে নিম ফুলের মধু শেষ হবে। উল্টে আমরা পুজোর পর্ব ব্যাঙ্কিং এর জন্য শুটিংয়ের কাজে বেশি ব্যস্ত চাপ বেড়ে গেছে। তবে আজকাল কখন কি হচ্ছে সেটা বলা যায় না! শেষ হওয়াটা আমাদের কাছেও গ্রহণযোগ্য নয় ঠিকই, তবে নির্মাদদের সিদ্ধান্ত মেনে নিতে হবে। হয়তো গল্প ফুরিয়ে এসেছে…।’

সুইটিকে জব্দ করল পর্ণা

যারা নিয়মিত নিম ফুলের মধু দেখেন তাঁরা জানেন, সুইটিকে একেবারে জব্দ করে ছেড়েছে পর্ণা। আর তারপর স্মৃতি ফেরানোর জন্য উঠে পরে লেগেছে সবাই। দর্শকেরাও অপেক্ষায় রয়েছে কবে সব কিছু মনে পড়বে পর্ণার। কারণ তাহলে অয়ন ও মৌমিতাকেও টাইট দিয়ে দেবে সে।

আরও পড়ুনঃ নতুন চ্যালেঞ্জের মুখে ‘গীতা LLB’! TRP তুলতে ধারাবাহিকে এন্ট্রি নিচ্ছেন ‘ফুলকি’ অভিনেত্রী

প্রসঙ্গত, বিগত কয়েক সপ্তাহে উপর নিচ হলেও সেরা ৫ ধারাবাহিকে নিজেকে ধরে রেখেছে ‘নিম ফুলের মধু’। তবে সূত্রমতে শীঘ্রই নতুন মেগা চালু হতে পারে। আর তাদের স্লট দেওয়ার জন্যই হয়তো অক্টোবরের শেষে ইতি হতে পারে সৃজন ও পর্ণার গল্পে। তবে আদতে কি হবে সেটা সময়ের অপেক্ষা!

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X