Amrit Scheme will Pay womens 3000 rupees for training

কন্যাশ্রী-লক্ষ্মী ভান্ডার অতীত, নতুন এই প্রকল্পে মহিলাদের অ্যাকাউন্টে প্রতিমাসে ঢুকবে ১৫০০!

নিউজশর্ট ডেস্কঃ বাংলার মানুষের স্বার্থে একাধিক জনমুখী সরকারি প্রকল্প (Government Scheme) লঞ্চ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এছাড়াও কেন্দ্রের তরফ থেকেও জনগণের আর্থিক ও সামাজিক উন্নতির জন্য প্রকল্প রয়েছে। এই সমস্ত স্কিমের দৌলতে রাজ্যের কয়েক কোটি মানুষ উপকৃত হচ্ছেন। তবে আজ আরও একটি প্রকল্প সম্পর্কে জানাবো যেটার সম্পর্কে হয়তো এখনও অনেকেই জানেন না!

পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দরিদ্র তথা সাধারণ মানুষদের জন্য একাধিক প্রকল্প চালু করা হয়েছে। একদিকে জমিন মহিলাদের ক্ষমতায়নের জন্য লক্ষীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী রয়েছে। তেমনি পুরুষদের যোনির হয়েছে যুবশ্রী। এছাড়াও স্কুলে পড়াশোনার সময়েও একাধিক স্কলারশিপ থেকে প্রকল্পে আর্থিক সাহায্য করা হয়।

লক্ষীর ভান্ডার প্রকল্পের দৌলতে বাংলার লক্ষ লক্ষ মহিলারা প্রতিমাসে ১০০০ টাকা থেকে ১২০০ টাকা করে পান। যদিও এই টাকার অঙ্ক আগে ৫০০ টাকা ছিল তবে লোকসভা ভোটের আগেই সেটা বাড়িয়ে ১০০০ টাকা করে দেওয়া হয়েছে। যার ফলে ‘লক্ষীর ভান্ডার’ বাংলার সবচাইতে জনপ্রিয় প্রকল্পের মধ্যে অন্যতম একটি।

আরও পড়ুনঃ লাইনে দাঁড়িয়ে পাশবই আপডেট অতীত! এই ৬টি উপায়ে বাড়ি বসেই জানা যাবে SBI অ্যাকাউন্টের ব্যালান্স

তবে সম্প্রতি কন্যা সন্তানদের জন্য আরও একটি প্ৰকল্প চালু করা হয়েছে। যার দৌলতে প্রতিমাসে ১৫০০ টাকা করে পাওয়া যাবে। প্রকল্পটির নাম ‘মুখ্যমন্ত্রী মাঝি লাড়কি বাহিন যোজনা’, তবে নাম থেকেই আশা করি বুঝতে পেরেছেন যে এটা পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পে নয় বরং মহারাষ্ট্র সরকারের। সম্প্রতি সেখানে বিধানসভা বাজেট পেশ করার সময় এই প্রকল্প ঘোষণা করা হয়েছে। যার দৌলতে মহারাষ্ট্রের ২১ বছর থেকে ৬০ বছর পর্যন্ত মহিলাদের প্রতিমাসে ১৫০০ টাকা করে দেওয়া হবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X