Travel

Travel: ডলফিনের লাফালাফি থেকে পরিযায়ী পাখির ভিড়, কলকাতার কাছের এই সমুদ্র সৈকত ভালো করবে মন

নিউজশর্ট ডেস্কঃ পাহাড়ের পাশাপাশি সমুদ্র পছন্দ করেন বহু মানুষ। আর তাই সময়-সুযোগ পেলেই সমুদ্র(Sea Beach) ভ্রমণে বেরিয়ে পড়েন ভ্রমণ পিপাসু পর্যটকেরা। তবে বারবার ওই একঘেয়ে দীঘা কিংবা পুরী যেতে যেতে বিরক্ত হয়ে গেছেন সকলেই। প্রত্যেকেই তাই অজানা অচেনা লোকেশনের(Offbeat Location) সন্ধান করছেন। আজকের এই প্রতিবেদনে একটি নতুন সৈকতের সন্ধান দেবো আপনাদের।

যেখানে গেলে দেখতে পাবেন ডলফিনদের। কলকাতা থেকে কয়েক কিলোমিটার দূরত্বেই রয়েছে এই লোকেশন। হাতে মাত্র দু’দিনের ছুটি থাকলেই এখানে পৌঁছে যাওয়া যায়। উড়িষ্যার পুরীতে কমবেশি সকলেই গিয়েছেন আর পুরী গেলে সেখানকার অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান চিলকা। তবে পুরীর কাছেই রয়েছে আরেকটি লোকেশন যার নাম সাতপাড়া(Satapada)। এটি একেবারেই অচেনা একটি জায়গা।

চিলকা যে তিনটি জনপদকে ঘিরে রয়েছে সেগুলোর মধ্যে একটি হলো এই সাতপাড়া। এখানে একদিকে গঞ্জামজেলার রম্ভা, অন্যদিকে রয়েছে খুরদা জেলার বরকুল, আর পুরীর সাতপাড়া। চিলকার তিনদিকে রয়েছে এই তিনটি জনপদ। পুরী থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরেই রয়েছে এই সাতপাড়া। এখানে গেলে আপনি ব্রহ্মগিরি, অলোরনাথ মন্দির দেখতে পারবেন। আর সবথেকে আকর্ষণীয় জায়গা হল ডলফিন স্যাঞ্চুয়ারি।

আরও পড়ুন: Haunted Sea Beach: বিশ্বের সবথেকে ভয়ঙ্কর সি বিচ, এই ৫ সমুদ্র সৈকতের ভৌতিক কাহিনী শুনলে আঁতকে উঠবেন যে কেউ

এখানে এই স্যাঞ্চুয়ারিতে ১০০টিরও বেশি ডলফিন রয়েছে। এই ডলফিনগুলো চিল্কার জলে ঘুরে বেড়ায়। তবে গোটা চিলকাতে এরা থাকে না। এই ডলফিনদের নির্দিষ্ট সীমা রয়েছে। প্রায় ১১৬৫ স্কয়ার কিলোমিটার এলাকা জুড়ে চিলকা হ্রদের বিস্তৃতি। তবে সাতপাড়ার এই ডলফিন সেঞ্চুরীতে নৌকায় করে যেতে হয়। নৌকা যখন স্যাঞ্চুয়ারির এলাকা দিয়ে ঢোকে তখন ডলফিনগুলো পাশ দিয়ে লাফালাফি শুরু করে দেয়। এই দৃশ্য লেখনীর মাধ্যমে প্রকাশ করা সম্ভব নয়।

এছাড়াও এখানে আরো আকর্ষণীয় জিনিস হলো পরিযায়ী পাখি। এখানে বিপুলসংখ্যক পরিযায়ী পাখির দল আসে। এই ডলফিন স্যাঞ্চুয়ারিতে পর্যটকদের থাকার জন্য বেশ কিছু রিসোর্ট রয়েছে। অন্যান্য সময়ের তুলনায় শীতকালে এই জায়গার লোকেশন আরো বেশি মনোমুগ্ধ করে তোলে। তাই এবার সময় পেলে অচেনা সমুদ্র দেখতে হলে ঘুরে আসুন এই জায়গায়।

Papiya Paul

X