Ration Card: আর কোনো কারচুপি নয়, এবার চালাকি করলেই বাতিল লাইসেন্স! বড় উদ্যোগ কেন্দ্রের

নিউজশর্ট ডেস্ক: দেশের সাধারণ মানুষের সুবিধার্থে সরকারের তরফ থেকে রেশন সংক্রান্ত বিষয়ে অনেক সুবিধা প্রদান করা হচ্ছে। বিনামূল্যে রেশনের(Ration Card) পাশাপাশি মানুষেরা যাতে ঠিকমতো রেশন পায় সেদিকেও নজর রাখছে সরকার। তবুও রেশন গ্রাহকদের তরফ থেকে ডিলারদের বিরুদ্ধে নানা রকমের অভিযোগ উঠে আসে। এই সমস্ত অভিযোগ মিথ্যে এমনটাও নয়।

এমন বহু ক্ষেত্রে দেখা গিয়েছে রেশন ডিলাররা গ্রাহকদের চাল এবং গমের ওজনে কারচুপি করছেন কিংবা সঠিক পরিমাণে পণ্য দিচ্ছেন না। আর এর ফলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন গরীব রেশন গ্রাহকেরা। যদিও এই কারচুপির বিরুদ্ধে সরকারি আধিকারিকদের হাজির থাকার ব্যাপারে নির্দেশ দেওয়া হলেও বাস্তবে সেটা সম্ভব নয়। এর কারণ শুধুমাত্র বাংলাতেই প্রায় ১৮ হাজার রেশন ডিলার রয়েছে। তাহলে গোটা ভারতবর্ষে রেশন ডিলারের সংখ্যা কত তা নিশ্চয়ই আন্দাজ করা যাচ্ছে!

এবার এই কারচুপির বিরুদ্ধে কেন্দ্রীয় খাদ্য সরবরাহ মন্ত্রক একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিয়েছে। যা আগামী মার্চ মাস থেকেই চালু হয়ে যাবে বলে জানা গিয়েছে। আগামী ১ মার্চ থেকে বদলে যেতে চলেছে, রেশন ব্যবস্থা।

Ration Card

আরও পড়ুন: Ration Card: রেশনে চাল কেনার জন্য টাকা দেবে সরকার! আধার লিঙ্ক থাকলেই মিলবে এই সুযোগ

জানা গিয়েছে এদিন থেকে সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে গ্রাহকদের খাদ্যশস্য দেওয়া হবে। আর এবার খাদ্য দপ্তর এমন একটি উপায় বার করেছেন যার ফলে সরকারি আধিকারিকেরা কন্ট্রোলরুমে বসেই দেশের প্রত্যেকটি প্রান্তের রেশন ডিলাররা কোন গ্রাহক কে কতটা খাদ্যশস্য দিচ্ছেন তার ওপর রিয়েল টাইমে নজরদারি চালাতে পারবেন।

Ration Card

এই নতুন ব্যবস্থা কার্যকরী করার জন্য দেশের প্রত্যেকটি রেশন দোকানে এবার Waiting Scale ব্যবস্থা ইন্সটল করা হচ্ছে। এটি E-POS মেশিনের সঙ্গে সরাসরি যুক্ত থাকবে। আর এই মেশিনটি চাল গম মাপার যন্ত্রের সঙ্গে যুক্ত থাকবে। এর ফলে কাকে কতটা চাল গম দেওয়া হচ্ছে সেই সমস্ত পরিমাপ সরাসরি এই মেশিনটির মাধ্যমে খাদ্য সরবরাহ বিভাগের সার্ভারে চলে যাবে। সরকারি আধিকারিকেরা রিয়েল টাইমে কন্ট্রোল রুমে বসে সমস্ত কিছুই দেখতে পারবেন। আর এতে রেশন ডিলাররা যদি আবার কোন কারচুপি করেন কিংবা ওজনের কোন সমস্যা হয় তাহলে সরকার সরাসরি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।

Papiya Paul

X