নিউজশর্ট ডেস্কঃ গাড়ি চালানোর আগে এবার থেকে আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। এর কারণ এবার থেকে কোন নাবালক অর্থাৎ ১৮ বছর বয়সের আগে গাড়ি চালাতে গিয়ে যদি ধরা পড়ে, তাহলে তৎক্ষণাৎ ২৫ হাজার টাকা জরিমানা দিতে হবে। গোটা দেশ জুড়ে আগামী ১ জুন থেকে এই নিয়ম(New Traffic Rules) চালু হতে চলেছে।
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবারে ট্রাফিক আইন সংক্রান্ত নিয়ম আরো অনেক বেশি কঠোর হতে চলেছে। সাধারণ মানুষের নিরাপত্তা এবং পথের দুর্ঘটনা কমানোর জন্য এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। এক্ষেত্রে বারে বারে দেখা গিয়েছে যে সমৃদ্ধশালী পরিবারগুলোর কম বয়সী ছেলেমেয়েরা ট্রাফিক আইন না মেনে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন।
এমনকি ১৮ বছর না হওয়ার জন্য তাদের উপযুক্ত প্রশিক্ষণ থাকে না, যার ফলে অনেক সময় দুর্ঘটনা ঘটে। এক্ষেত্রে অনেক নিরীহ পথচারীও মারা যায়। তাই এবার এই নিয়ম না মানলে মোটা টাকা জরিমানা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী ১ জুন থেকে গোটা দেশে এই নতুন ট্রাফিক আইন শুরু হবে। এক্ষেত্রে ১৮ বছরের কম বয়সী কোনো নাবালক গাড়ি চালাতে গিয়ে ধরা পড়লে ২৫ হাজার টাকা জরিমানা দিতে হবে এবং সেইসঙ্গে সেই গাড়িটির লাইসেন্স বাতিল করা হবে।
তবে ১৮ বছরের বেশি হলে এবং ড্রাইভিং লাইসেন্স থাকলে সেক্ষেত্রে কোন সমস্যা হবে না। তবে এই ট্রাফিক আইনের কঠোর নিয়ম শুধুমাত্র নাবালক চালকদের ক্ষেত্রেই রয়েছে এমন নয়, এর সাথে ড্রাইভিং লাইসেন্স ছাড়া কেউ যদি গাড়ি চালাতে গিয়ে ধরা পড়ে তাহলে ১০০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী মাস থেকে ট্রাফিক আইন ভাঙলে মোটা টাকা জরিমানা দিতে হবে নাগরিকদের।