নিউজ শর্ট ডেস্ক: Nokia নামটাই যথেষ্ট। তাই নোকিয়ার ব্র্যান্ড ভ্যালু ফিকে হয়নি আজও। বিশ্বের দরবারে বরাবরই তাক লাগানো স্মার্টফোন এনে ঝড় তুলেছে নোকিয়া। বেশ কয়েক বছর পর কামব্যাক করার পর থেকে এই ব্র্যান্ডটি আবার নতুন করে নিজেদের হারানো জমি ফিরে পেতে চলছে। এখন Nokia-র স্মার্টফোন তৈরি করে HMD Global নামের আর একটি সংস্থা।
এই কোম্পানিই এবার Nokia 7610 5G নামে দারুন চিত্তাকর্ষক একটি হ্যান্ডসেট আনতে চলেছে। যার তাক লাগানো লুক ও ফিচার কোণ ঠাসা করে দিতে পারে এখনকার যে কোনো নামি-দামি অ্যান্ড্রয়েড মোবাইলকে। বিগত কয়েক মাসে এই ফোন নিয়ে তৈরী হয়েছে ব্যাপক জল্পন। আসুন জানা যাক কী কী ফিচার রয়েছে এই ফোনে, বাজারে আসলে এর দামই বা কত হতে পারে?
বিপুল স্টোরেজ:
নোকিয়ার এই হ্যান্ডসেটে ৮GB RAM এবং ২৫৬GB ইন্টারনাল স্টোরেজ থাকবে। তাই গেমারদের জন্য বটেই এছাড়া যারা মোবাইলেই বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজ়, কিংবা সিনেমা দেখেন তাঁদের জন্যও সেরা অপশন নোকিয়ার এই মোবাইল।
দীর্ঘ ব্যাকআপ
নোকিয়ার এই ফোনে থাকবে অত্যন্ত শক্তিশালী একটি ৪৫০০mAh ব্যাটারি। তাই এই মোবাইলে ইচ্ছা মতো সিনেমা বা সিরিজ় দেখলেও শেষ হবে না ব্যাটারি।
আরও পড়ুন: লাগবে না ১ টাকাও পুঁজি, এই ৩ ব্যবসা করে রাতারাতি ঘরে ঢুকবে মুঠো মুঠো টাকা
শক্তিশালী প্রসেসর
এই Nokia 7610 5G মোবাইলে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Plus Generation 2 প্রসেসর। এই চিপসেট থাকার ফলে মোবাইলটি যেমন দুর্দান্ত পারফর্ম করবে, তেমনই মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রেও ব্যাপক সুবিধা হবে।
আকর্ষণীয় ক্যামেরা
ক্যামেরার বদলে স্মার্ট ফোনেই এখন অনেকেই ফটোগ্রাফির শখ মেটান। তাই ছবি শিকারিদের জন্য আদর্শ মোবাইল হতে চলেছে Nokia 7610 5G।এই মোবাইলে মূল ক্যামেরা হিসেবে ১০৮MP সেন্সর দেওয়া হচ্ছে। এছাড়াও থাকছে একটি সেকেন্ডারি সেন্সর, যা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল হিসেবেও কাজ করবে। পাশাপাশি সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য NOKIA’র এই হ্যান্ডসেটে থাকবে ৩২MP ফ্রন্ট ফেসিং সেন্সর।
দাম কত হতে পারে?
নোকিয়ার এই নতুন ফোনটি ভারতে দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে। মনে করা হচ্ছে, এক্কেবারে হাই-এন্ড ভ্যারিয়েন্টটি হবে ১২ জিবি RAM এবং ২৫৬ জিবি স্টোরেজ ভার্সনের। এখনও পর্যন্ত যা খবর তাতে এই ফোনটি দেশের বাজারে ৫৬ হাজার টাকায় লঞ্চ করা হতে পারে। দামের দিক দিয়ে ফোনটি প্রিমিয়াম সেগমেন্টেই হাজির হতে পারে। তবে এর আগে এমন ফোন নোকিয়া কখনও আনেনি। তাই এই ভব্যিষ্যতে ফোন অন্য়ান্য অ্যান্ড্রয়েড মোবাইলের চিন্তার কারণ হতে পারে।