নিউজশর্ট ডেস্কঃ ডিসেম্বর মাস থেকেই পর্যটকদের ঘুরতে যাওয়ার প্ল্যান শুরু হয়ে যায়। সারা বছরে ঘুরতে গেলেও শীতের সময় ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। এদিকে চলতি বছরে বর্ষবরণের সময় শৈলরানী দার্জিলিংয়ে ব্যাপক ভিড় ছিল। বহু মানুষই ভিড় এড়িয়ে নির্জন নিরিবিলিতে সময় কাটাতে বেশি পছন্দ করেন।
তাই অনেকেই এখন পাহাড় পছন্দ করলেও দার্জিলিঙে যেতে চান না। দার্জিলিংয়ে এই সময় প্রচুর ভিড় থাকে। তাই থাকা খাওয়ার ঠিক মত বন্দোবস্ত হয় না। তাই আপনি যদি দার্জিলিং(Darjeeling) এড়িয়ে অন্য কোন অফবিট পাহাড়ের লোকেশনে(Offbeat Travel Location) যেতে চান তাহলে আপনার জন্য সেই সন্ধান নিয়ে চলে এসেছি আমরা।
এই জায়গাটির নাম হল গেরিগাওঁ। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী গ্রাম এটি। এটির ওপারেই রয়েছে ভুটান। পর্যটকদের জন্য আরও সুন্দরভাবে সেজে উঠেছে আলিপুরদুয়ার জেলার অন্যতম জনপ্রিয়ও ভালো পর্যটন কেন্দ্র গেরিগাওঁ । এখানকার আদিবাসী লোকেরা এই জায়গকে আরো বেশি সুন্দর করে তোলার চেষ্টা করছে। এই গেরিগাওঁ ভিউ পয়েন্ট দেখার জন্য এখন বিভিন্ন এলাকা থেকে প্রচুর মানুষ আসে।
এখান থেকে পুরো শহরটিকে দেখা যায়। এই ভিউ পয়েন্টে মহাদেবের মূর্তি এবং গৌতম বুদ্ধের মূর্তি বসানো রয়েছে। এই জায়গার ভিউ পয়েন্ট এত সুন্দর যা দেখলে আপনার মন মুগ্ধ হয়ে যাবে। এখানে ভিউ পয়েন্টে প্রায় ৮০০ মিটার কাঁচা সড়ক রয়েছে। তবে এই সড়ক পাকা করার জন্য গ্রামের বাসিন্দারা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে।
এখানে গেলে আপনি পাহাড় ঝর্ণা এবং নদী তিনটে জিনিসই একসঙ্গে দেখতে পারবেন। অর্থাৎ বুঝতেই পারছেন একেবারে অন্যরকমের অভিজ্ঞতা হবে আপনার। এখানে পর্যটকদের থাকার জন্য একাধিক হোমস্টে রয়েছে। যেখানে থাকা এবং খাওয়ার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। তাই সেসব নিয়ে কোন চিন্তা নেই। আপনি যদি নতুন কোন জায়গায় যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে অবশ্যই বেরিয়ে পড়তে পারেন গেরিগাওঁ-র উদ্দেশ্যে