নিউজশর্ট ডেস্কঃ নুন(Salt) ছাড়া খাবারে স্বাদ আসে নাকি? নুন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। খাবারের স্বাদ নিয়ে আসা থেকে খাবার সংরক্ষণ করা সবতেই কাজে লাগে এই জিনিসটি। আর সেই কারণেই প্রতিটি ভারতীয়ের রান্নাঘরে মজুদ থাকে এই উপকরণটি। তবে যদি মনে করেন নুনের কাজ শুধু রান্নার মধ্যেই সীমাবদ্ধ, তাহলে আপনি একেবারেই ভুল।
প্রকৃতপক্ষে, নুন ব্যবহার করা যেতে পারে অনেক গৃহস্থালির কাজকে সহজ করতে, যা সম্পর্কে আপনি কমই জানেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক রান্নাঘরের বাইরে নুনের জন্য কী কী ব্যবহার করা যেতে পারে এবং তা দৈনন্দিন কাজে কতটা সুবিধা দেয়(Lifehacks)।
শক্ত দাগ দূর করতে সহায়ক : অনেক সময় সাদা বা হালকা রঙের কাপড়ে দাগ পড়ে গেলে তা তুলতে কাজে লাগে নুন। যে স্থানে দাগ লেগেছে সেখানটা হালকা করে ভেজান। এরপর ওখানে নুন ছিটিয়ে হালকা হাতে ঘষে নিন। এবার জল এবং ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিন।
আরও পড়ুন: দুর্দান্ত ডেটা স্পিড সঙ্গে ফ্রি কলিং! ব্রডব্যান্ডে কে সেরা? Jio নাকি Airtel!
ফ্রিজ পরিষ্কার করা : ফ্রিজ পরিষ্কার করতে নুনের জুড়ি মেলা ভার। এর জন্য ১ কাপ হালকা গরম জলে ২ থেকে ৩ চামচ নুন মিশিয়ে নিন। তারপর এতে কাপড় ডুবিয়ে ফ্রিজ পরিষ্কার করে নিন।
আসবাবপত্র থেকে দাগ অপসারণ : বাড়ির কাঠের আসবাবপত্রে দাগ পড়ে থাকলে তাও তুলে দেবে নুন। ১ চা চামচ নুনে কয়েক ফোঁটা জল মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। তবে খেয়াল রাখবেন এই সময় নুন যেন জলে দ্রবীভূত না হয়। তারপর এই পেস্টটি একটি কাপড়ে লাগিয়ে কাঠের আসবাবপত্রের দাগ হালকা হাতে পরিষ্কার করুন।
জুতার গন্ধ দূর করতে সহায়ক : জুতো থেকে দুর্গন্ধ বের হলে তাতেও সাহায্য করবে নুন। জুতোর ভেতরে অল্প পরিমাণ নুন ছিটিয়ে দিতে হবে, যা গন্ধ শুষে নেয়। এরপর জুতা থেকে নুন মুছে কাপড়ের সাহায্যে পরিষ্কার করে নিন।
এছাড়াও ফ্রিজে রাখা ড্রিংকস চটজলদি ঠান্ডা করতে নুন কাজে লাগাতে পারেন। কীটনাশক হিসেবেও বড্ড উপযোগী নুন। ২ লিটার জলে ১-২ চামচ নুন মিশিয়ে গাছের উপর স্প্রে করুন। এতে করে গাছ ও পাতার পোকামাকড় সহজেই নষ্ট হয়ে যায়, ফলে গাছ-গাছালির স্বাস্থ্য ভালো থাকে।
ঘরের জিনিসপত্র স্যানিটাইজ করুন : আপনি যদি ঘরকে ব্যাকটেরিয়া মুক্ত রাখতে চান, তবে নুন ব্যবহার করা একটি খুব সুবিধাজনক এবং সস্তা বিকল্প হিসাবে প্রমাণিত হতে পারে।