Papiya Paul

Whatsapp-এ কেউ ব্লক করলে বুঝবেন কিভাবে? জানুন এই সহজ টিপস

নিউজশর্ট ডেস্কঃ এখনকার দিনে হোয়াটসঅ্যাপের(Whatsapp) জনপ্রিয়তা অত্যন্ত বেশি। আগে যেমন মেসেজে তথ্য আদান-প্রদান করা যেত এখন হোয়াটসঅ্যাপ এসে পড়াতে সেখানেই সমস্ত রকমের তথ্য আদান প্রদান করা যায়। তবে এই হোয়াটসঅ্যাপ-এও ফেসবুক কিংবা ইনস্টাগ্রামের মত ব্লক(Block) করার সুবিধা থাকে।

   

কোন ব্যক্তির সঙ্গে যদি আপনার কথা বলার ইচ্ছে না থাকে বা কেউ যদি আপনাকে বিরক্ত করে থাকেন তাহলে আপনি সেই ব্যক্তিকে ব্লক করতে পারেন। আর ব্লক করলে সেই ব্যক্তি কোনো চ্যাট করতে পারবে না। এমনকি দেখা যাবে না সেই ব্যক্তির স্ট্যাটাস। আপনাকে যদি কেউ ব্লক করে থাকে সেটা আপনি বুঝতে পারবেন কিভাবে?

আজকের এই প্রতিবেদনে এমনটাই আপনাদেরকে জানাবো। কোন ব্যক্তি আপনাকে ব্লক করলে আপনি তার সঙ্গে হোয়াটসঅ্যাপে ভয়েস কিংবা ভিডিও কল করতে পারবেন না। ভয়েস কল করলে সেই কল কখনই কানেক্ট হবে না। আবার মেসেজ পাঠানোর পর ফোনে কখনোই ডাবল টিক শো করবে না। অর্থাৎ ওই ব্যক্তির ফোনে ডেলিভারি হবে না।

আরও পড়ুন:  WhatsApp-এর ডিলিট করা ম্যাসেজ পড়বেন কীভাবে? জানুন এই সহজ টিপস

এমনকি ওই ব্যক্তির প্রোফাইল ছবি আপনি দেখতেও পারবেন না। ফোনের কন্টাক্ট লিস্ট-এর কেউ হোয়াটসঅ্যাপে অনলাইন থাকলে সেই অ্যাক্টিভিটি স্ট্যাটাস অনলাইন দেখা যায়। কিন্তু ব্লক করলে সেই স্ট্যাটাস অফলাইন থাকবে। অর্থাৎ উপরিক্ত সমস্ত তথ্যগুলো যদি আপনি দেখতে পারেন তাহলেই বুঝবেন যে আপনাকে কেউ ব্লক করেছে।