not shahrukh khan gouri first maarried this man named jitendra

Papiya Paul

শাহরুখ নন, গৌরী খানের প্রথম স্বামী এই ব্যক্তি! পরিচয় জানলে হাঁ হয়ে যাবেন আপনিও

নিউজশর্ট ডেস্কঃ বলিউডের(Bollywood) অন্যতম ‘পাওয়ার কাপেল'(Power Couple) বলতে প্রথমেই যাদের কথা মাথায় আসে তারা হলেন শাহরুখ খান(Shahrukh Khan) এবং গৌরী খান(Gouri Khan)। দীর্ঘদিনের তাদের দাম্পত্য জীবন, তিন ছেলে-মেয়েকে নিয়ে সুখেই সংসার করছেন তারা। আবার কাজের দিক থেকেই দুজনেই সফল। শাহরুখ খান এবং গৌরী খানের সম্পর্ক নিয়ে নানা রকমের খবর প্রকাশিত হতে দেখা যায়। অনুরাগীদের মনে সব সময় কৌতুহল থাকে তাদের প্রিয় জুটির সম্পর্কে জানার।

   

তবে আজকের এই প্রতিবেদনে এই জুটি সম্পর্কে একটা অজানা তথ্য আপনাদেরকে জানাবো। আপনারা জানলে অবাক হবেন, গৌরী খান, শাহরুখ খানকে নয়, বরং ‘জিতেন্দ্র’ নামে একজনকে বিয়ে করেছিলেন। একটি পার্টিতে গিয়ে এই দুজনের প্রেমের সম্পর্কে শুরু হয়। গৌরীকে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যান বাদশা। কিন্তু তাদের এই সম্পর্কের বাধা হয়ে দাঁড়ায় শাহরুখ এবং গৌরীর আলাদা ধর্ম।

শাহরুখ মুসলিম পরিবারের ছেলে আর অপরদিকে গৌরী হিন্দু ধর্মের। গৌরীকে বিয়ে করার জন্য অনেক বড় খেসারত দিতে হয়েছিল কিং খানকে। খুব সাদামাটাভাবেই তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। কিন্তু তারা তাদের বিয়ে দুটো নিয়মে করেছিলেন। এক বিয়ে, হিন্দু নিয়ম অনুসারে আর দ্বিতীয়ত মুসলিম ধর্ম অনুযায়ী। আর এই নিয়ম মানতে গিয়ে দুজনকে নতুন নাম বেছে নিতে হয়েছিল।

Shahrukh Khan

হিন্দু ধর্মে বিয়ে করার জন্য শাহরুখ খান নিজের নাম পরিবর্তন করে রাখেন ‘জিতেন্দ্র কুমার তুল্লি’। আর অন্যদিকে ইসলাম ধর্মে বিয়ে করার জন্য গৌরী নিজের নাম বদল করে রেখেছিলেন ‘আয়েশা’। এই জিতেন্দ্র নামটি তার ঠাকুমা তাকে দিয়েছিলেন কারণ তিনি বলতেন শাহরুখকে নাকি প্রবীণ অভিনেতা রাজেন্দ্র কুমারের মতো দেখতে। তাকে সম্মান জানানোর জন্য এই নাম রাখা হয়েছিল।

বেশ কিছুদিন আগে একটি রিয়েলিটি শোতে এসে গৌরী জানিয়েছিলেন যে তাদের বিয়ের ব্যাপারে সম্পূর্ণভাবে অমত ছিলেন গৌরীর মা। তবে শেষ পর্যন্ত তিনি ও সম্মতি জানান। বলাই বাহুল্য, খুব কম বয়সেই তারা দুজনেই বিয়ে করেন। ১৯৯১ সালের ২৫ শে নভেম্বর সাত পাকে বাঁধা পড়েছিলেন এই জুটি। আজ এত বছর পরেও দুজন দুজনের হাত কখনো ছাড়েননি।