Google

anita

Google: Google-কে টেক্কা দিতে আসছে এই ‘দেশি অ্যাপ স্টোর’! কি কি বিশেষত্ব আছে জানেন?

নিউজ শর্ট ডেস্ক: গুগলের ছুটি করাতে এবার ভারতীয় স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য আসছে একেবারে দেশি অ্যাপ স্টোর (App Store)। নতুন এই অ্যাপ স্টোরের নাম ইন্ডাস অ্যাপ স্টোর (Indus App Store)। তাই এবার থেকে শুধুমাত্র গুগল প্লে স্টোর (Google Play Store) নয় এই নতুন অ্যাপ স্টোর থেকেও পছন্দের  অ্যাপ ডাউনলোড করতে পারবেন সকলেই। Walmart-এর মালিকানাধীন পেমেন্ট অ্যাপ PhonePe এবার ভারতীয় ব্যবহারকারীদের জন্য এই অ্যাপ স্টোর চালু করতে চলেছে।

   

সবকিছু ঠিক থাকলে এই অ্যাপ স্টোরটি আগামিকাল অর্থাৎ ২১শে ফেব্রুয়ারিতেই কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাত ধরে চালু হতে চলেছে। জানা যাচ্ছে এই অ্যাপটি  মার্কেট প্লেস অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরী। এই অ্যাপের মার্কেট প্লেস ডিজাইন করার দায়িত্বে ছিল পেমেন্ট প্ল্যাটফর্ম PhonePe -এর ওপরেই।

জানা যাচ্ছে এই অ্যাপ স্টোরটি গুগলের অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মেও কাজ করবে। আগেই  অর্থাৎ গত বছরের সেপ্টেম্বর মাসেই এই অ্যাপের বিটা সংস্করণ লঞ্চ করা হয়েছিল। বর্তমানে, Jio, Disney + Hotstar, Flipkart, Swiggy সহ অনেক জনপ্রিয় অ্যাপ ইতিমধ্যেই এই অ্যাপ স্টোরে হয়েছে। আসুন সম্পূর্ণ দেশি অ্যাপ স্টোর Indus  লঞ্চের আগে এর সম্পর্কে  ৫টি বিশেষত্ব জানা যাক।

টেক নিউজ,Tech News,গুগল প্লে স্টোর,Google Play Store,অ্যাপ স্টোর,App Store,ইন্ডাস অ্যাপ স্টোর,Indus App Store,ফোন পে. PhonePe,দেশি অ্যাপ স্টোর,Deshi App Store,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

১) বিনামূল্যে অ্যাপ রেজিস্টার : 

ভারতীয় অ্যাপ ডেভেলপারদের কথা মাথায় রেখেই বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এই ইন্ডাস অ্যাপ। ভারতীয় অ্যাপ ডেভেলপাররা এই অ্যাপ মার্কেট প্লেসে বিনামূল্যে তাদের অ্যাপ রেজিস্টার করতে পারবেন। এ জন্য তাদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হবে না। তবে এই অফারটি শুধুমাত্র ১ বছরের জন্য প্রযোজ্য থাকবে।

আরও পড়ুন: অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য বাম্পার সুখবর! এবার পাবেন এই বিরাট সুবিধা 

২) বন্ধ হবে গুগলের স্বেচ্ছা চারিতা: 

এ ছাড়া এই অ্যাপ স্টোরে রেজিস্টার করা অ্যাপ ডেভেলপারদের প্রথম বছরে কোনো কমিশন দিতে হবে না। অ্যাপ ডেভেলপাররা অ্যাপ থেকে অর্জিত আয় ইন্ডাসের সাথে শেয়ার করবে না। গুগল অ্যাপ ডেভেলপারদের কাছ থেকে মোটা অংকের কমিশন নেয়। অর্থাৎ এই অ্যাপ স্টোরে আর Google -এর স্বেচ্ছা চারিতা চলবে না।

৩) ৩০০ টিরও বেশি অ্যাপ

এই অ্যাপ স্টোরে ইতিমধ্যেই ৩০০টিরও বেশি অ্যাপ তালিকাভুক্ত করা রয়েছে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই অ্যাপ স্টোর থেকেই তাদের স্মার্টফোনে এই অ্যাপগুলি ইনস্টল করতে পারবেন।

টেক নিউজ,Tech News,গুগল প্লে স্টোর,Google Play Store,অ্যাপ স্টোর,App Store,ইন্ডাস অ্যাপ স্টোর,Indus App Store,ফোন পে. PhonePe,দেশি অ্যাপ স্টোর,Deshi App Store,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

৪) ১২ টি ভারতীয় ভাষা

এই অ্যাপ স্টোরটি মোট ১২ টি ভারতীয় ভাষা সমর্থন করে।  যার মধ্যে ইংরেজি এবং হিন্দি ছাড়াও রয়েছে মালায়লাম, মারাঠি, তামিল ইত্যাদি।

৫) যেকোনো পেমেন্ট গেটওয়েকে সংহত করতে পারে 

অ্যাপ ডেভেলপাররা তাদের অ্যাপের জন্য যেকোনো পেমেন্ট গেটওয়েকে সংহত করতে পারবে। গুগল এবং অ্যাপলের অ্যাপ স্টোরে, অ্যাপ ডেভেলপারদের গুগল অথবা অ্যাপলের পেমেন্ট গেটওয়েকে অ্যাপে ব্যবহার করতে হবে।