টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,গসিপ,গুড্ডি,সাহেবের চিঠি,Tollywood,Entertainment,Gossip,Serial,Television,Guddi,Saheber Chithi

Moumita

‘স্টার জলসা গান শুনিয়েই সবার জ্ঞান ফেরাচ্ছে’, ‘গুড্ডি’ এবং ‘সাহেবের চিঠি’তে একইরকম ট্র্যাক দেখে ট্রোলের বন্যা নেটপাড়ায়

বাঙালির অবসর সময়ের বিনোদন মানেই সিরিয়াল। সারাদিনের কাজকর্ম সেরে এক কাপ চা হাতে নিয়ে সিরিয়াল দেখতে বসার আমেজটাই আলাদা। আর দর্শকদের বিনোদন দিতে সর্বোচ্চ চেষ্টা করে চ্যানেল কর্তৃপক্ষ গুলিও। একটার পর একটা নতুন কাহিনী মেলে ধরে সিরিয়াল প্রেমীদের সামনে।

   

এরকমই দুটি সিরিয়াল হল ‘গুড্ডি’ এবং ‘সাহেবের চিঠি’। ‘গুড্ডি’র পরকীয়া নিয়ে তো এমনিই চর্চার শেষ নয় তবে কম জনপ্রিয় নয় ‘সাহেবের চিঠি’ও। এই দুটি সিরিয়ালই সম্প্রচারিত হয় টেলিভিশনের মেইনস্ট্রিম চ্যানেল স্টার জলসায়।

একথা তো সকলেই জানেন যে, টেলি দুনিয়ায় সিংহাসন হাসিল করার যুদ্ধ চলে চ্যানেল গুলির মধ্যে। আর তারমধ্যে মধ্যে দুটি শক্তিশালী চ্যানেল হল জি বাংলা এবং স্টার জলসা। হামেশাই একে অপরকে টেক্কা দেওয়ার তালে থাকে চ্যানেল দুটি।

এমতাবস্থায় স্টার জলসার দুটি ধারাবাহিককে নিয়ে শুরু হয়েছে চরম হাসাহাসি। কারণ জি বাংলাকে টক্কর দিতে গিয়ে একই ধরণের প্লট দেখানো শুরু করেছে ‘গুড্ডি’ এবং ‘সাহেবের চিঠি’তে। দর্শকদের মতে টুইস্টের নামে দুটো ধারাবাহিকেই নাকি চলছে একইরকম ট্র্যাক।

একথা তো সকলেই জানেন যে, গুলি লাগার পর হাসপাতালে ভর্তি হয়ে আছে অনুজ। আর অজ্ঞান অবস্থাতেই সে সমানে গুড্ডির নাম নিয়ে চলেছে। এরপর গুড্ডি আসার পর ডাক্তাররা তাকে বলে অনুজের পছন্দের কোনো গান গেয়ে শোনাতে। আর অবাক করা বিষয় হল, গুড্ডি গান গাইতেই জ্ঞান ফিরে যায় অনুজের।

এদিকে এই একই জিনিস দেখানো হচ্ছে ‘সাহেবের চিঠি’তেও। সেখানেও দেখা যাচ্ছে গান গেয়ে অসুস্থ সাহেবের জ্ঞান ফেরাচ্ছেন চিঠি। একদিকে সিরিয়ালের ডাক্তার বলছে মিরাকেল অপরদিকে দর্শক বলছে সব সিরিয়ালেই একই গল্প! সম্প্রতি এটা নিয়েই শুরু হয়েছে ট্রোলিং। কেউ কেউ বলছে জি বাংলার নতুন নতুন ধারাবাহিক দেখেই নাকি পাগল হয়ে গেছে স্টার জলসার নির্মাতারা।