ব্রহ্মাস্ত্র,আলিয়া ভাট,রণবীর কাপুর,অমিতাভ বচ্চন,ক্যাপ্টেন প্ল্যানেট,Brahmastra,Aliya Bhatt,Ranbir Kapoor,Amitabh Bachchan

Moumita

‘ব্রহ্মাস্ত্র’ আসলে ‘ক্যাপ্টেন প্ল্যানেট’র ভারতীয় সংস্কার, ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই কটাক্ষের ঝড় নেটদুনিয়ায়

অয়ন মুখার্জি এবং রণবীর কাপুরের আসন্ন ছবি ‘ব্রহ্মাস্ত্র পার্ট 1: শিবা’-এর অফিসিয়াল ট্রেলার দেখে আপাতত মুগ্ধ হয়ে গেছে ভারতীয় দর্শকমহলের একাংশ। অবশেষে মুক্তি পেয়েছে বহুল প্রতিক্ষিত এই ছবির ট্রেলার। তবে দেখে মনে হচ্ছে দর্শকদের একটা অংশ বিশেষ পছন্দ করেনি ট্রেলারটি।

   

বুধবার প্রকাশিত হয়েছে আলিয়া-রণবীর অভিনীত ‘ব্রহ্মাস্ত্রের এক ঝলক। হিন্দু পুরাণ, ঈশ্বরের অস্তিত্ব, ঐশ্বরিক শক্তির উপস্থিতিই যে, ‘ব্রহ্মাস্ত্র’ ছবির বিষয়বস্তু যে এটাই তা ট্রেলার দেখেই বোঝা যায়। এই ছবির ভিএফএক্স টেক্কা দেবে যে কোনও হলিউড ছবিকে। ছবির ভিজ্যুয়াল দেখে প্রশংসার ঝড় বইয়ে দিয়েছে অনুরাগীরা। রণবীর ছাড়াও আলিয়া, মৌনি, নাগার্জুন এবং অমিতাভ বচ্চনের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছে দর্শকমহল। নেটিজেনদের একাংশ যেমন ছবিটির ট্রেলার দেখে মুগ্ধ অপরদিকে কিছু মানুষ এমনও রয়েছেন যারা, ৯০ দশকের বিখ্যাত অ্যানিমেটেড সিরিজ ‘ক্যাপ্টেন প্ল্যানেট’ এর সাথে মিল পেয়েছেন। 

ট্রেলারে, অমিতাভ একটি ভয়েস ওভারে দর্শকদের ‘অস্ত্র’ মহাবিশ্বের সাথে পরিচয় করিয়ে দেন এবং সেই মুহূর্তে তার গলায় শোনা যায় তিনটি শব্দ যথা, ‘জল’, ‘বায়ু, ‘আগুন’। ২ মিনিট ৫০ সেকেন্ডের এই ট্রেলার জুড়ে রয়েছে পরতে পরতে চমক। ছবির ট্রেলার জুড়ে রয়েছে অমিতাভ বচ্চনের ভয়েস ওভার। তার কণ্ঠে শোনা যাচ্ছে, বায়ু, জল, আকাশ, ক্ষিতি, অগ্নি-‘পঞ্চত্ব’ যাবতীয় শক্তি লুকানো আছে অস্ত্রের মধ্যে। আর সমস্ত কিছুর মধ্যে সবচেয়ে শক্তিশালী ‘ব্রহ্মাস্ত্র’। আর এই ‘ব্রহ্মাস্ত্রের সুতো বাঁধা রয়েছে শিবা ওরফে রণবীরের সঙ্গে।

মজার বিষয় হল, ‘ক্যাপ্টেন প্ল্যানেট’ অ্যানিমেশনের ভূমিকাও একইভাবে শুরু হয়।  কার্টুনটি একটি থিম সং দিয়ে শুরু হয়, যে গানের কথা ছিল, “পৃথিবী! আগুন! বাতাস! জল! হৃদয়! গ্রহে যাও! আপনার ক্ষমতার সমন্বয়ে তৈরি আমি, আমি ক্যাপ্টেন প্ল্যানেট!” কার্টুনপ্রেমীদের খুব বেশি সময় লাগেনি এই দুটোর মিল খুঁজে বের করতে। একজন ইউজার লিখেছেন, সুতরাং, এবার ভারত পাচ্ছে তার নিজস্ব ক্যাপ্টেন প্ল্যানেট মুভি। অগ্নি, বায়ু, জল, পৃথিবী এবং মন”।

অপর একজন  ব্যঙ্গ করে লিখেছেন, “শুধু পৃথিবী আর মনেরই কমতি ছিলো। নাহলে দেশের দূষণ মেটানোর জন্য আমাদের ক্যাপ্টেন প্ল্যানেট তো রেডি হয়েই ছিলো। অন্য একজন বলেছেন, “আচ্ছা! মূলত এই ব্রহ্মাস্ত্র ‘ক্যাপ্টেন প্ল্যানেট’এর ভারতীয় সংস্করণ, ঠিক আছে বুঝেছি।”  অনেকেই আবার এটাও মনে করছে যে ছবিটি ২০২১ সালের মুক্তিপ্রাপ্ত ‘ইটারনালস’ এবং মার্ভেল সুপারহিরো চলচ্চিত্রের মিশ্রণ।

এই প্রসঙ্গে একজন টুইট করেছেন, “ব্রহ্মাস্ত্র ট্রেলার দেখে আমার থর এবং ইটারনালসের কথা মনে পড়ছে।” এমতাবস্থায় কিছু মানুষ এটাও বলছে যে এটি ভারতীয় ইটারনালস হলেই বা ক্ষতি কী? ছবিটি ব্লক ব্লাস্টার হিট হওয়ার সমস্ত সম্ভাবনা রয়েছে। উন্নত মানের গ্রাফিক্স, ভিএফএক্স এর ব্যবহার সাথে পৌরাণিক কাহিনীর সংমিশ্রণ দর্শকদের হলমুখী করতে বাধ্য করবে তা বলাই বাহুল্য।