Koushik Dutta

বাড়ির ‘কন্যাসম’ পোষ্যই দেবীর আসনে, দেবী লক্ষ্মীরূপে পুজো বাড়ির সারমেয়কে

বাড়ির পোষ্যরা গৃহেরই একজন হয়ে ওঠে। আর বাড়ির মেয়েরা তো লক্ষ্মী সম। তাই পোষ্য সারমেয়টিকেই দেবী লক্ষ্মী রূপে পুজো করলেন সল্টলেকের বাসিন্দা সুকন্যা দে। পশু প্রেমী এই তরুণী জানিয়েছেন, ‘আমি তো ওকে নিজের মেয়েই মনে করি। লক্ষ্মীপুজোর আসনে তাই ওকেই পুজো করছি।’