Small Business Idea to make good earning every month Aata Chakki Business

বাড়িতে বসেই রমরমিয়ে চলবে ব্যবসা! স্বল্প পুঁজির এই কাজ শুরু করলেন মালামাল হবেন গ্যারেন্টি

নিউজশর্ট ডেস্কঃ বর্তমানে যা দিনকাল পড়েছে তাতে আয়ের থেকে ব্যায় বেশি হয়ে যাচ্ছে। তাই দ্বিতীয় উপার্জনের পথ খুঁজছেন কমবেশি সকলেই। এক্সট্রা টাকা রোজগারের জন্য অনেকেই ঘরোয়া কোনো ব্যবসা (business) যদি শুরু করার ইচ্ছা রাখেন। আজ তাদের জন্যই রইল সুখবর! এমন একটা ব্যবসার (Small Business Idea) খোঁজ দেব যেটা সারাবছর যেমন চাহিদা থাকবে তেমনি ঠিক করে শুরু করতে পারলে কয়েক মাসের মধ্যেই মোটা টাকা রোজগার নিশ্চিত।

চারিদিকে ভালো করে দেখলেই বিভিন্ন ব্যবসার আইডিয়া পাওয়া যায়। তবে আপনার সামর্থ্যমত পুঁজি আর বিক্রির জায়গা অনুযায়ী সঠিক ব্যবসা বেছে নিতে পারলেই কেল্লাফতে। আজ যে ব্যবসার কথা আপনাদের জানাবো সেটা কম খরচে যেমন শুরু হয় তেমনি আপনার পাড়া থেকে শহর সকলেরই চাহিদা থাকবে সারাবছর। সেই কারণে লস যে হবে না সেটা ধরে নেওয়া যেতেই পারে।

আটা ভাঙ্গানো মিলের ব্যবসা 

পশ্চিমবঙ্গের বেশিরভাগ বাঙালিই দুপুরে ভাত আর রাত্রে রুটি খেয়ে অভ্যস্ত। রুটি বানানোর জন্য দরকার আটা। যেটা দোকানে কিনতে পাওয়া যায় ঠিকই তবে এটাও মাথায় রাখতে হবে না বাংলার কোটি কোটি মানুষ রেশন পান। রেশনের থেকে যে গম পান সেটা ভাঙিয়ে নিলেই রুটির জন্য আটা পাওয়া যায় যেটা দোকানের থেকে অনেকটা সস্তা। তাই কমবেশি সকলেই আটা ভাঙাতে আসবেনই।

Aata Chakki Meal Business

আরও পড়ুনঃ চাকরির চিন্তা ছেড়ে শুরু করুন এই ব্যবসা, সাহায্য করবে পোস্ট অফিস, ইনকাম হবে প্রচুর টাকা

আটা ভাঙানোর মিল শুরুর জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হল মোটামুটি মাঝারি সাইজের একটি ঘর। সেটা আপনি দোকান ভাড়া নিতে পারেন বা বাড়ির কোনো একটি ঘরেই শুরু করতে পারেন। সেই ঘরে আটা গ্রাইন্ডিং মেশিন বসিয়ে নিতে হবে। মেশিনের দাম মোটামুটি ২০,০০০টাকা থেকে শুরু, তাহলেই ব্যবসা চালু করে ফেলতে পারবেন। এই মেশিন কলকাতা থেকে অফলাইনে কিনে আনতে পারেন বা ইন্ডিমার্ট এর মত ওয়েবসাইট থেকে অনলাইনেও অর্ডার করে নিতে পারেন।

তবে খেয়াল রাখতে হবে দোকান বা বাড়ি যেখান থেকে আটা ভাঙানোর ব্যবসা শুরু করবেন সেটা যেন একটু ঘন জনবসতিপূর্ণ এলাকায় হয়। কারণ যতবেশি লোক থাকবে ততই আটা ভাঙানোর ডিমান্ড হবে। তাছাড়া কাস্টমারের আটা ভাঙানোর পাশাপাশি আপনি নিজেও গম কিনে এনে সেটা ভাঙিয়ে আটা করে দোকানের তুলনায় কিছুটা কম দামে বিক্রি করতে পারেন।

আটা ভাঙানোর ব্যবসায় লাভ কত?

বর্তমানে মফৎসল এলাকায় আটা ভাঙানোর জন্য গমের কেজি প্রতি ৮টাকা নেওয়া হয়। আর যে মেশিন কিনবেন তাতে ঘন্টায় ২৫-৩০ কেজি হিসাবে যদি ৮ ঘন্টায় ২০০ কেজি গম ভাঙ্গানো হয় তাহলে প্রতিদিন ১৬০০ টাকা আয়। এর থেকে খরচ ৬০০ বাদ দিলেও দৈনিক ১০০০ টাকা হিসাবে মাসে ৩০,০০০ টাকা যায় করা সম্ভব।

এছাড়াও আপনি নিজে আলাদা করে গম থেকে আটা বানিয়ে বিক্রি করলে সেখানেও একটা মোটা আয়ের সুযোগ থাকছেই। অর্থাৎ শুরুতে ৫০,০০০-৭০,০০০ এর  কাছাকাছি খরচ হলেও কয়েকমাসেই সেই টাকা উঠে আসবে ও একটা মোটা মাসিক যায় সুনিশ্চিত হয়ে যাবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X