নিউজশর্ট ডেস্কঃ আপনি যদি বাড়িতে বসে কোন ব্যবসা(Business) করার কথা ভেবে থাকেন, তাহলে এই জনপ্রিয় ব্যবসা করে বেশ ভালো টাকা রোজগার করতে পারেন। আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে এমনই একটি জনপ্রিয় এবং চাহিদা পূর্ণ বিজনেস আইডিয়া(Business Idea) সম্পর্কে জানাবো।
আপনি বাড়িতে ঘরোয়া উপায়ে আচার তৈরি করে ভালো অর্থ উপার্জন করতে পারেন। এই আচারের চাহিদা সারা বছরই থাকে।এমনকি দেশের বিভিন্ন প্রান্তে আচারের চাহিদা প্রচুর। এই ব্যবসা সঠিকভাবে করতে পারলে মাসে ২০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত রোজগার করা সম্ভব হয়। এই আচার তৈরীর ব্যবসা করে ব্যাপক জনপ্রিয় হয়েছে মালদহের এক মহিলা। তিনি কেবলমাত্র আচার বানিয়ে সংসার চালাচ্ছেন।
তবে এই আচার তৈরি জন্য শুধু প্রয়োজন সময় এবং পরিশ্রম। আপনি ঘরে বসেই যে কোন ফলের আচার বানাতে পারেন। আর সুস্বাদুভাবে সেই আচার তৈরি করতে পারলে আপনার পরিচিতি বাড়বে এবং বাজারে চাহিদা বাড়লে আপনার বিক্রি আরও বৃদ্ধি পাবে। মালদহে ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি গ্রামের এই মহিলা আমের আচার বানান।
আরও পড়ুন: Business Idea: ৯ টা-৫ টার ডিউটি ছাড়ুন, এইভাবে মাত্র ১ লাখ পুঁজিতে ইনকাম হবে ১ কোটি টাকা!
তবে আমের মরশুম না থাকলে তিনি চালতার আচার বানিয়ে থাকেন। প্রত্যেক সপ্তাহে তিনি প্রায় ১০০ কেজি আচার তৈরি করেন। তার বানানো আচার দিল্লি, কলকাতা, শিলিগুড়িসহ বিভিন্ন বড় বড় শহরে চলে যায়। তিনি ১০০ গ্রাম থেকে ৫০০ গ্রাম পর্যন্ত আচার বোতলে প্যাক করে রাখেন। এই মহিলার নাম তাপসী মন্ডল।
তিনি জানিয়েছেন যে আগে কোন কাজ করতেন না। তিনি কিন্তু এখন আচার বিক্রি করে ভালো টাকা রোজগার করছেন। ছেলেমেয়েদের পড়াশোনার কাজে সেই টাকা লাগছে। আগামী দিনে আরো ভালো রোজগার হবে বলে তিনি আশা করছেন। এই আচার সম্পূর্ণ ঘরোয়া উপায় তৈরি করা হয় বলে এখানে কোন রকমের কেমিক্যাল বা অন্য কোন জিনিস ব্যবহার করা হয় না তাই এই আচারের চাহিদা অনেক বেশি থাকে।