এইবছরের শুরুর দিকেই সম্প্রচারণ শুরু হয়েছিলো জনপ্রিয় ধারাবাহিক ‘পিলু’। ধারাবাহিক শুরুর সময় এর গান ব্যাপক পছন্দ হয়েছিলো মানুষের। শুটিংও হয়েছিলো আমাদেরই একটা জেলা ‘পুরুলিয়া’তে। কলকাতা কেন্দ্রিক ধারাবাহিকের বাইরে গিয়ে কিছু দেখা যাবে ভেবে বেজায় খুশি হয়েছিলো দর্শকমহল।
একটা গোটা ধারাবাহিক শুধুমাত্র গান নিয়েই, এইকথা ভেবেই উহফুল্ল হয়ে উঠেছিলো বাঙালি সিরিয়ালপ্রেমীরা। তবে সাম্প্রতিক কালের এপিসোড দেখে রীতিমত হতাশ দর্শকমহল। গান’কে কেন্দ্র করে শুরু হলেও বর্তামানে সম্পূর্ণ বদলে গেছে ধারাবাহিকের চিত্রনাট্য। পাশাপাশি পিলু থেকে বাদ দেওয়া হয়েছে মূখ্য অভিনেত্রী মেঘা দাঁ।
সম্প্রতিই চ্যানেল কর্তৃপক্ষ ধারাবাহিকের প্রোমো রিলিজ করেছে। যেখানে দেখা যাচ্ছে, রঞ্জার হাতে তৈরি তালক্ষীরে লেবুর রস মিশিয়ে পুরো জিনিসটাই নষ্ট করে দিয়েছে বিন্দি। রঞ্জা এখন রীতিমতো সমস্যায়, কীভাবে পুজো করবে সে? জন্মাষ্টমীর সমস্ত প্ল্যান কি তাহলে ভন্ডুল হয়ে যাবে? এরপরই কভারে দেখা যাচ্ছে রঞ্জার একপাশে মল্লিকা এবং পেছন দিকে দাঁড়িয়ে রয়েছে পিলু।
নতুন এই প্রোমো দেখে হেসে কুপোকাত নেটপাড়া। সবারই একটাই কথা যে, এ কেমন ধারাবাহিক যেখানে মূখ্য চরিত্রকেই সাইডে সরিয়ে দেওয়া হয়েছে। যেখানে নবাব নন্দিনীর মতো শক্ত প্রতিপক্ষ আর টিআরপির হাড্ডাহাড্ডি লড়াই সেখানে এরকম একটা সিদ্ধান্ত দেখে হাসি থামাতে পারছেনা নেটিজনরা।
সবারই একটাই কথা, গান নিয়ে শুরু হলেও সেই গতানুগতিক কূটকাচালিতে গিয়েই ঠেকলো ধারাবাহিকের গল্প। গান, সেতার, তানপুরা এখন অতীত, কে বাড়ির যোগ্য বৌ হয়ে উঠতে পারে সেই নিয়েই চলছে লড়াই। দর্রশকদের মতে, এসব না করে যদি গান নিয়েই এগোনো হতো ধারাবাহিকের গল্প ত হলে অনেক ভালো টিআরপি আনতে পারতো ধারাবাহিকটি। এখন তো ধারাবাহিকের নাম আর গল্পের নায়িকার মধ্যেই কোনো মিল নেই।
সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে ট্রোলিং। প্রোমোর ছবি নিয়ে বলা হচ্ছে ধারাবাহিক আর ‘পিলু’ নেই বরং হয়ে গেছে রঞ্জা। জনৈক কটাক্ষ, ‘ পিলুর অস্তিত্ব শেষ, গান, তানপুরা সরে গিয়ে ধারাবাহিক এখন সাংসারিক কূটকাচালিতেই ভর্তি। আজ থেকে পিলু না বলে রঞ্জা বলে ডাকুন এটাকে।’