সমস্ত বাংলা ধারাবাহিককে পেছনে ফেলে ‘বেঙ্গল টপার’ জি বাংলার(Zee Bangla) ধারাবাহিক ‘জগদ্ধাত্রী'(Jagaddhatri)। প্রথম থেকেই এই ধারাবাহিক যথেষ্টই পছন্দ করেছেন দর্শকরা। এই ধারাবাহিকের হাত ধরেই ছোট পর্দায় পর্দায় অভিনয় জগতে পা রেখেছেন জ্যাজ সান্যাল ওরফে জগদ্ধাত্রী ওরফে অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)।
এই ধারাবাহিকে নায়ক চরিত্রে ধরা দিয়েছেন স্বয়ম্ভু ওরফে সৌম্যদীপ মুখার্জী(Soumyadeep Mukherjee)। জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভুর কেমিস্ট্রি বেশ পছন্দ করেছেন দর্শকরা। মাত্র কিছুদিনের মধ্যেই এই ধারাবাহিক মন ছুঁয়েছে দর্শকদের।
জি বাংলার পর্দায় পথ চলা শুরু হওয়ার পর থেকে টিআরপি তালিকায় প্রথম স্থান অধিকার করেছিল জগদ্ধাত্রী। তবে নতুন বছর থেকেই এই সিরিয়ালকে টেক্কা দিয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। তবে প্রথম স্থান হারালেও দ্বিতীয় স্থান ধরে রেখেছে ‘জগদ্ধাত্রী’। বাংলা ধারাবাহিকে একঘেয়েমিতা কাটিয়ে নতুন গল্প নিয়ে দর্শকদের সামনে উপস্থিত হয়েছে নির্মাতারা। এই ধারাবাহিকের মূল আকর্ষণই হল দুঁদে গোয়েন্দা জগদ্ধাত্রীর চরিত্র।
তবে এবার টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছিলো বন্ধ হতে পারে এই ধারাবাহিক। এই খবর শুনে মন খারাপ দর্শকদের। শোনা যাচ্ছে, সকলের প্রিয় জগদ্ধাত্রীর জায়গা নেবে পিলু। কিন্তু টিআরপি তালিকায় নিজের জায়গা করে রাখার পরেও কেন এই সিরিয়ালের পথচলা শেষ হয়ে যাচ্ছে তা নিয়ে নানান রকম প্রশ্ন জেগেছিল দর্শকদের মনে।

