ক্রাসুলা ওবামা,মানি প্ল্যান্ট,বাস্তশাস্ত্র,সুখ সমৃদ্ধি,সম্পদ,Crassula Ovata,Money Plant,Happiness,property

Moumita

বাস্ত নিয়ম মেনে বাড়িতে লাগান এই গাছ, মিটে যাবে আপনার টাকার সমস্যা, ঘরে আসবে প্রচুর ধনসম্পদ

ভারতীয় সংস্কৃতিতে বলা হয় ঈশ্বর সবেতেই বিরাজমান, অর্থাৎ তার শক্তি রয়েছে  সবকিছুর মধ্যেই। প্রাচীনকালে মানুষ বাড়ি তৈরির সময় সবার আগে প্রাধান্য দিতো বাস্তশাস্ত্রকে। শাস্ত্রে বলা হয় আমাদের চারপাশে অবস্থিত সমস্ত কিছুর প্রভাব পড়ে আমাদের জীবনে। সবসময় তা ইতিবাচক শক্তি হবে তার কোনো মানে নেই। তবে বাস্তশাস্ত্র মতে এমন কিছু গাছপালা রয়েছে যা সৌন্দর্য বৃদ্ধির সাথে সাথে আমাদের চারপাশ থেকে নেতিবাচক শক্তিকেও দূরে রাখতে সাহায্য করে। শাস্ত্র বলে গাছপালা শুধু ঘরকে সুন্দরই করে না, বাড়ির সুখ ও সমৃদ্ধিরও প্রতীক। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে চারা গাছ রোপণ করা খুবই শুভ।

   

বেশিরভাগ মানুষই জানেন যে, বাড়িতে মানি প্ল্যান্ট রাখলে অর্থনৈতিক সমৃদ্ধি বাড়ে। কিন্তু জানেন কি বাস্তুতে অর্থভাগ্যের কথা বলা হয়েছে আরেকটি গাছে। একে ক্রাসুলা গাছ (Crassula Ovata) বলা হয়। যে গাছ বাড়ির বাগানে লাগালে কখনও টাকার অভাব হয় না এবং পরিবারে শান্তি বজায় থাকে।

উল্লেখ্য এই গাছ ক্রাসুলা ওভাতা নামে পরিচিত হলেও জায়াগা বিশেষে এর নাম পরিবর্তন হয়েছে। কোথাও একে বলা হয় জেড ট্রী তো আবার কোথাও বা ডাকে কারেন্ট বিল বলে। শুধু তাই নয় বেশ কিছু জায়গায় ফ্রেন্ডশিপ ট্রী এবং লাকি ট্রী নামেও পরিচিত এই গাছ। ভারতীয় বাস্তশাস্ত্র মেনে চিনের মাটিতেও এমন এক গাছ পাওয়া যা টাকা আকৃষ্ট করে। চিনের এই গাছিটির নাম ফেংশুই।

চওড়া পাতা বিশিষ্ট এই গাছকে সম্পদের গাছ বলা হয়। গাছের পাতার রং পুরোপুরি সবুজ হয়না, খানিকটা হলদে ভাব মিশে থাকে এতে। এই গাছের খুব বেশি সূর্যালোকের প্রয়োজন হয় না। এটি ছায়ায়ও বৃদ্ধি পায়। বসন্ত-ঋতুতে এতে তারার মতো ছোট সাদা বা গোলাপি ফুল ফুটে ওঠে যা বাড়ির সৌন্দর্যও বৃদ্ধি করে। গাছটির পাতা অন্যান্য গাছের মতো নরম হয়না। ক্রাসুলা গাছের খুব বেশি যত্নের প্রয়োজন হয় না, ছোটো বড়ো যে কোনও টবেই বেড়ে উঠতে স্বাচ্ছন্দ্য এই গাছ।

প্রসঙ্গত উল্লেখযোগ্য, বাস্তুমতে ক্রাসুলা গাছ লাগানোর সময়, দিকটির দিকে খুব মনোযোগ দেওয়া উচিত। বাস্ত অনুসারে সবসময় বাড়ির প্রবেশ পথের ডানদিকে স্থাপন করতে হয় এই গাছ। কথিত আছে, যে এই গাছটি বাড়ির দিকে সম্পদ আকর্ষণ করে। যদি আপনিও আর্থিক সমস্যায় ভূগছেন তাহলে অবশ্যই ক্রাসুলা গাছকে বাড়িতে স্থাপন করতে পারেন।