নিউজশর্ট ডেস্কঃ কেন্দ্রীয় সরকারের থেকে দেশের সাধারণ মানুষদের সুযোগ-সুবিধার কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের প্রকল্পের ঘোষণা করা হয়। খুব সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ‘পিএম সূর্য ঘর যোজনা'(PM Surya Ghar Yojana) নামের একটি প্রকল্প চালু করা হয়েছে। গত ১ ফেব্রুয়ারি ২০২৪ সালে অন্তর্ভুক্তি বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা প্রকল্পটির ঘোষণা করেছিলেন। এই বিশেষ প্রকল্পের মাধ্যমে দেশের সাধারণ মানুষেরা বিনামূল্যে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পাওয়ার পাশাপাশি ভর্তুকি হিসেবেও কিছু টাকা পাবেন।
প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা:
এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো দেশের সাধারণ মানুষকে বিনামূল্যে কিছুটা বিদ্যুৎ পরিসেবা দিয়ে তাদের কাছে বিদ্যুতের বিল সংক্রান্ত চিন্তা দূর করা। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রথমে প্রায় এক কোটি পরিবারের কাছে এই বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।
এই প্রকল্পের জন্য আবেদনকারীর আবেদন যদি ঠিক হয় তাহলে সেক্ষেত্রে তার বাড়ির ছাদে একটি সোলার প্যানেল বসানো হবে। এই সোলার প্যানেল বসানোর ফলে একদিকে যেমন আবেদনকারীর বিদ্যুতের বিলের পরিমাণ কমবে ঠিক তেমনি তার মিটারের ক্ষমতা অনুসারে সরকারের কাছ থেকেও তিনি বেশ কিছুটা ভর্তুকি পেয়ে যাবেন।
আরও পড়ুন: Government: ১১ বছর পর ইচ্ছেপূরণ, সরকারের এই উদ্যোগে খুশি সরকারী কর্মীরা
কিভাবে আবেদন করবেন?
১) এই প্রকল্পের জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে প্রথমেই সরকারি অফিসিয়াল ওয়েবসাইট https://pmsuryaghar.gov.in -তে যেতে হবে। সেখানে গিয়ে “অ্যাপ্লাই ফর রুফটপ সোলার” অপশনে ক্লিক করতে হবে।
২) পরবর্তী পেজে গিয়ে আবেদনকারীকে নিজের রাজ্য এবং পছন্দমত বিদ্যুৎ সংস্থা নির্বাচন করে নিতে হবে।
৩) এরপর আবেদনকারীকে নিজের বিদ্যুৎ গ্রাহক নম্বর, মোবাইল নম্বর এবং ইমেল আইডি লিখে দিতে হবে।
৪) এরপর গ্রাহক নম্বর বা কনজিউমার নম্বর লিখে লগইন করতে হবে।।
৫) এরপরে লগ ইন সম্পন্ন হওয়ার পর নির্দেশ মতো আরো বেশ কিছু তথ্য সঠিকভাবে বসিয়ে সাবমিট করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
৬) এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সরকারের তরফ থেকে বাড়িতে সোলার প্যানেল বসানোর অনুমতি দেওয়া হবে।
কতটা ভর্তুকি মিলবে?
এই যোজনার মাধ্যমে গ্রাহকেরা যদি নিজের বাড়ির ছাদে 2W সোলার প্যানেল বসাতে চান, তাহলে সেক্ষেত্রে তার সর্বমোট খরচ হবে ৪৭ হাজার টাকা। এক্ষেত্রে ১৮ হাজার টাকা ভর্তুকি হিসেবে দেবে সরকার। আর বাকি ২৯ হাজার টাকা গ্রাহককে নিজের খরচ করতে হবে। এই সোলার প্যানেল বসানোর ক্ষেত্রে মোট জায়গা লাগবে ১৩০ বর্গফুট। এই প্যানেল প্রতিদিন বিদ্যুৎ উৎপন্ন করতে পারে ৪:৩২ Kwh। এর থেকে প্রত্যেক বছরই বিদ্যুৎ উৎপন্ন হবে ১৫৭৬ Kwh। অর্থাৎ এই প্যানেলের সাহায্যে একটি পরিবারের বছরে ৪৭৩০ টাকা সাশ্রয় হবে।