Post Office Gram Santosh Scheme where you can get 13 lakh 40 thousand returns with just 1126 per month

মাসে ১১২৬ দিয়েই ১৩,৪০,০০০ টাকার রিটার্ন! ২০২৪ সালের সেরা সঞ্চয় প্রকল্প লঞ্চ করল পোস্ট অফিস

নিউজশর্ট ডেস্কঃ আজকালকার যুগে ভালো টাকা রোজকার করেও ভালো পরিমাণ টাকা সঞ্চয় (Savings) করতে না মধ্যবিত্তরা। মাঝে মধ্যেই সঞ্চয়ের আশায় ব্যাঙ্কের টাকা জমান। কিন্তু তাতেও বিপুল অঙ্কের টাকার মুখ দেখতে পারেন না সাধারন মানুষ। তবে এবার পোস্ট অফিসের (Post Office) মাধ্যমে মিলবে সেই সুবিধা। হাতে আসবে লাখ লাখ টাকা!

বর্তমান সময়ে পোস্ট অফিসে বিভিন্ন স্কিম (Post Office Scheme) রয়েছে যেগুলিতে বিনিয়োগ করে আপনি খুব ভালো রিটার্ন পেতে পারেন। এছাড়াও পোস্ট অফিসে একাধিক ইন্সুরেন্স প্ল্যান রয়েছে যেগুলিতে আপনি ইন্সুরেন্সের সাথে সাথে ম্যাচুরিটিতে ভালো টাকা পেতে পারেন। তেমনি একটি স্কিম হল পোস্ট অফিস গ্রাম সন্তোষ স্কিম। আজকের প্রতিবেদনে আলোচনা করব এই স্কিমের সম্পর্কে।

পোস্ট অফিস গ্রাম সন্তোষ স্কিম

পোস্ট অফিসে গ্রামীণ ডাক জীবন বীমা (Rural Postal Life Insurance) বা RPLI এর একটি জনপ্রিয় ইন্সুরেন্স প্ল্যান হল পোস্ট অফিস গ্রাম সন্তোষ (Post Office Gram Santosh Scheme)। এটি একটি জীবন বীমা স্কিম, যা আপনার জীবন কভারেজ প্রদান করে। এই স্কিমে আপনি প্রিমিয়ামের টাকা মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক এবং বার্ষিক ভিত্তিতে জমা করতে পারেন।

Post Office

আরও পড়ুনঃ ৫ মিনিটেই লোনের টাকা সোজা অ্যাকাউন্টে! এভাবে অ্যাপ্লাই করুন SBI কুইক লোনের জন্য

গ্রাম সন্তোষ স্কিমের সুবিধাসমূহ

  • বয়স সীমা: এই স্কিমে বিনিয়োগ করতে হলে আপনার বয়স ন্যূনতম ১৯ বছর এবং সর্বাধিক ৫৫ বছরের মধ্যে হতে হবে।
  • ইন্সুরেন্স কভারেজ: সর্বনিম্ন ইন্সুরেন্স কভারেজ ১০,০০০ টাকা এবং সর্বাধিক ১০ লক্ষ টাকা।
  • মৃত্যু বেনিফিট: বীমাকারী ব্যক্তির মৃত্যুর পর নমিনি ইন্সুরেন্সের টাকাটি পাবেন। যদি কোনো নমিনি না থাকে, তবে আইনি উত্তরাধিকারী সেই টাকাটি পাবেন।
  • লোন সুবিধা: ৩ বছর পূর্ণ হওয়ার পর আপনি এই স্কিমের অধীনে লোন নিতে পারবেন।
  • আত্মসমর্পণ সুবিধা: ৩ বছর পর আপনি ইন্সুরেন্স বন্ধ করে জমা করা টাকা পেতে পারেন। তবে, ৫ বছরের আগে আত্মসমর্পণ করলে বোনাস পাবেন না। ৫ বছর পর পলিসি সমর্পণ করলে বিমাকৃত পরিমাণে আনুপাতিক বোনাস প্রদান করা হয়।

ইন্সুরেন্স কভারেজ ও ম্যাচুরিটির হিসাব

যদি, আপনার বয়স ২৫ বছর এবং আপনি ৫ লক্ষ টাকার ইন্সুরেন্স কভারেজ নিতে চান। পোস্ট অফিসের এই স্কিমের হিসাবটি একবার দেখে নেওয়া যাক।

  • প্রিমিয়াম: প্রতি মাসে ১,১২৬ টাকা (৪.৮% GST সহ) জমা করতে হবে।
  • ম্যাচুরিটি: ২৫ বছর থেকে ৬০ বছর পর্যন্ত, অর্থাৎ মোট ৩৫ বছর টাকা জমা করলে ম্যাচুরিটিতে ১৩ লক্ষ ৪০ হাজার টাকা পাবেন।
  • মোট জমাকৃত টাকা: ৫ লক্ষ টাকা
  • বোনাস: পোস্ট অফিস থেকে বোনাস পাবেন ৮ লক্ষ ৪০ হাজার টাকা।
তবে সমস্ত স্কিম গ্রহণ করার আগে সে সম্পর্কে ভালোভাবে জেনে নিন, নাহলে পরবর্তীতে সমস্যার সম্মুখীন হতে পারেন।
Avatar

Koushik Dutta

X