নিউজশর্ট ডেস্কঃ প্রতিটি মানুষই যা টাকা উপার্জন করেন, তার থেকে কিছু সংখ্যক টাকা সঞ্চয় করতে চান। সেক্ষেত্রে সঞ্চয়ের প্রসঙ্গ এলে বেশিরভাগ মানুষেরই পোস্ট অফিস এবং ব্যাংকের ওপর নির্ভরশীলতা বেশি থাকে। এর কারণ এখানে অর্থ নিরাপদ থাকার পাশাপাশি ভালোমতো রিটার্ন পাওয়া যায়। আজকের এই প্রতিবেদনে এমন একটি সরকারি স্কিম(Post Office Schemes) সম্পর্কে আপনাদেরকে জানাবো।
যেখানে রোজ ৩৩৩ টাকা সঞ্চয় করে যে কেউ ১৬ লাখ টাকার বিরাট অর্থ মূল্য জমা করতে পারেন। আর এক্ষেত্রে অর্থ একেবারেই নিরাপদ থাকবে। কারণ এই স্কিমটি হলো পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম। এখানে বিনিয়োগকারীদের বিপুল পরিমাণের টাকা রিটার্ন দেওয়া হয়। পোস্ট অফিসের অল্প অল্প টাকা সঞ্চয় করে মাত্র ১০ বছরে ১৬ লক্ষ টাকা জমা করা যেতে পারে।
পোস্ট অফিসে এরকম অনেক ছোট সঞ্চয় স্কিম রয়েছে যার মধ্যে রেকারিং ডিপোজিট অন্যতম। এখানে সরকারের তরফ থেকে মোটা টাকা সুদও দেওয়া হয়। যে কোন বিনিয়োগকারী এখানে প্রত্যেক মাসে ১০০ টাকা বিনিয়োগ করেও রেকারিং ডিপোজিট-এর অ্যাকাউন্ট খুলতে পারেন। এখানে একক বা যৌথ একাউন্ট খোলার সুবিধাও রয়েছে। এখানে ৬.৭ শতাংশের একটি চক্রবৃদ্ধি সুদ দেওয়া হচ্ছে। এই নতুন সুদের হার ১ জানুয়ারি,২০২৪ থেকে প্রযোজ্য।
এবার কেউ যদি এই স্কিমে টাকা জমিয়ে ১৬ লক্ষ টাকার মোটা তহবিল গড়ে তুলতে চান। তাহলে সেক্ষেত্রে এই স্কিমে দৈনিক ৩৩৩ টাকা বিনিয়োগ করতে হবে অর্থাৎ প্রত্যেক মাসে প্রায় ১০ হাজার টাকা বিনিয়োগ হবে। প্রত্যেক বছর বিনিয়োগের পরিমাণ ১.২০ লক্ষ টাকা হবে। অর্থাৎ তিনি ৫ বছরের মেয়াদে ৬ লক্ষ টাকা জমা করবেন। এরপরে এখানে ৬.৭ শতাংশ সুদের হারে তার অর্থের পরিমাণ গিয়ে দাঁড়াবে ১,১৩,৬৫৯ টাকা। অর্থাৎ মোট অর্থের পরিমাণ হবে ৭,১৩,৬৫৯ টাকা। এই রেকারিং ডিপোজিটের মেয়াদ পাঁচ বছর হলেও আরো পাঁচ বছরের জন্য বাড়িয়ে নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে ১০ বছরের একই পরিমাণ টাকা জমা করলে মোট সুদ সহ টাকা রিটার্ন আসবে ১৭,০৮,৫৪৬ টাকা।