Pratik Sen

Additiya

‘আমি সিঙ্গেল, সিরিয়ালের নায়কদের কেউ বিশ্বাস করে না’, প্রেমের জীবন নিয়ে অকপট পর্দার ‘খোকাবাবু’

কেবলমাত্র টেলিভিশন (Bengali Serial)  নয়। বাংলা সিনেমা জগতেও নিজের কৃতিত্ব রেখেছেন প্রতীক সেন (Pratik Sen) । বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে, স্টার জলসার (Star Jalsa)  ‘এক্কাদোক্কা’ (Ekka Dokka) ধারাবাহিকে। ৬ মে জন্মদিন পর্দার ‘খোকাবাবু’র। যদিও জন্মদিনের এই বিশেষ দিনটা অন্য কোন রকম ভাবে সেলিব্রেশন করার ইচ্ছেই নেই প্রতীকের। এক সাংবাদিক সাক্ষাৎকারে সে কথাই জানালেন তিনি। তবে যদি কেউ খাওয়া দাওয়া করাতে বলে তাহলে তিনি তা করাবেন। কারণ খাওয়াতে বেশ ভালোই বাসেন তিনি।

   

একটা বা দুটো নয়। অভিনয় জগতে ১৫ টা বছর কাটিয়ে ফেলেছেন প্রতীক সেন। বড় পর্দার হাত ধরেই শুরু করেছিলেন কেরিয়ার। বেশ কয়েকটা ছবিতে কাজও করেছেন তিনি। তবে সেভাবে সাফল্য আসেনি। আর সে কারণেই পরবর্তীতে ছোট পর্দায় কাজ শুরু করেন অভিনেতা। যদিও তাঁর কথায়, ‘সফলতা এবং ব্যর্থতা আমার জীবনে সবটাই এসেছে। কারণ এই দুটো একে অপরের পরিপূরক। ঠিক যেমন রাত না আসলে দিন হবে না অনেকটা তেমন’।

সিনেমা ছেড়ে হঠাৎ করে কেনই বা টেলিভিশন জগতে নিজের নাম লেখালেন প্রতীক? জবাবে অভিনেতা বলেন, ‘আমি যখন এই সিদ্ধান্ত নিয়ে ছিলাম তখন অনেকেই সেটা পছন্দ করেননি। যদিও আমার মতে সফলতা যে কোন জায়গা থেকেই আসতে পারে। সামান্য একটা ব্যবসা করেও যেমন একজন খুব ভালোভাবে সংসার চালাতে পারেন। ঠিক তেমনই অনেক দূর পড়াশোনা করার পরেও চাকরি পান না অনেকেই’।

বিনোদন,টলিউড,বাংলা সিরিয়াল,স্টার জলসা,এক্কা দোক্কা,প্রতীক সেন,Entertainment,Tollywood,Bengali Serial,Star Jalsa,Ekka Dokka,Pratik Sen

এতগুলো বছর ইন্ডাস্ট্রিতে কাটানোর পরেও এখনও সিঙ্গেল প্রতীক। রহস্য কি? জবাবে অভিনেতা বলেন, ‘ সিনেমা কিংবা সিরিয়ালের নায়কদের খুব সহজে কেউ বিশ্বাস করে না। এমনও হয়েছে যে আমার কোন একটা মেয়েকে বেশ ভালো লেগেছে। তাকে আমি মনের কথাও জানিয়েছি। কিন্তু তার মনে হয়েছে আমি তাকে মিথ্যে কথা বলছি। এমনকি একজন আমাকে ঘুরিয়ে জবাব দিতে হয়ে বলেন, আমি নায়ক হয়েও আমার গার্লফ্রেন্ড নেই এটা বিশ্বাস করাই যায় না’।

উল্লেখ্য, ছোটবেলা থেকে কখনই নাকি প্রথাগত স্কুল কিংবা কলেজে যাননি প্রতীক। হোম স্কুলিংয়ের মাধ্যমেই চলেছে তাঁর পড়াশুনো। আর সে কারণেই সেভাবে মানুষের সঙ্গে মেশাটাই হয়ে ওঠেনি অভিনেতার। নিজের মাকে নিজের জগৎ হিসেবে বেছে নিয়েছেন তিনি। তাঁর সাথেই নাকি খোলামেলা সমস্ত কথা আলোচনা করতে পারেন অভিনেতা। তবে একটা বন্ধু দরকার তারও। সাক্ষাৎকারে অন্তত তেমনটাই জানিয়েছেন তিনি।