বিনোদন,টলিউড,টলিউড বিতর্ক,রানা সরকার,রূপঙ্কর বাগচী,Entertainment,Tollywood,Tollywood Controversy,Rana Sarkar,Rupankar Bagchi

Papiya Paul

‘রূপঙ্করদাকে বয়কট না’, গায়কের দুর্দিনে পাশে পেলেন প্রযোজককে, রানার ছবিতে গান গাইবেন শিল্পী

কেকে'(KK) বিতর্কের পরে বাংলার গায়ক রূপঙ্কর বাগচীর(Rupankar Bagchi) সঙ্গীত জীবনের কেরিয়ার নিয়ে একপ্রকার টানাপোড়েন চলছে। একে একে নানা সমস্যার সম্মুখীন হয়ে পড়ছেন তিনি। প্রথমে জনপ্রিয় কেক প্রস্তুতকারক সংস্থা এবং শহরের এক রেস্তরাঁ তাঁর গান বাজানোতে অস্বীকার করেছেন।

   

এবার শোনা যাচ্ছে, একটি ছবি থেকেও নাকি বাদ দেওয়া হয়েছে রূপঙ্করের গান। এমনকি আয়োজকরাও এই মুহূর্তে তাকে দিয়ে অনুষ্ঠান করতে চাইছে না বলে শোনা যাচ্ছে। আবার ষ্টার জলসার ইস্মার্ট জোড়ি থেকেও রূপঙ্করকে বাদ দেওয়ার জন্য সরব হয়েছেন দর্শকেরা। তবে গায়কের এই কঠিন সময়ে তার পাশে দাঁড়ালেন প্রযোজক রানা সরকার।

শুক্রবার ফেসবুকে তিনি বলেছেন যে , ‘আমি রূপঙ্করদাকে বয়কট করছি না।’ বাংলার জনপ্রিয় সংবাদমাধ্যমকে প্রযোজক জানিয়েছেন যে তিনি রূপঙ্করকে দিয়ে গান গাওয়াবেন। তার প্রযোজনায় একাধিক ছবি তৈরি হচ্ছে। সেখানেই গাইবেন তিনি। এমনকি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের প্রথম ছবি ‘কলকাতা ৯৬’-এ রূপঙ্করদার গান শুনতে পাবেন শ্রোতারা। এমনটাই জানিয়েছেন রানা সরকার।

এরপর তিনি বলেছেন যে কেকে-র প্রতি তাঁর আচরণ বা মন্তব্য সঠিক ছিল না। তাই তাঁর বিরোধিতাও তিনি করেছেন। তার মানে  শিল্পী আর কোথাও স্থান পাবেন না,এমনটা নয়।  কেকে-র মৃত্যুর জন্য তো রূপঙ্করদা দায়ী নন! এটা সবাইকে মনে রাখার কথাও তিনি বলেছেন। প্রযোজক আরো বলেছেন যে মানুষ মাত্রেই ভুল করে। সেই ভুলের জন্য আজীবন তিনি মাসুল গুনবেন, সেটা হতে পারে না।  সম্প্রতি তিনি সবার সামনে ক্ষমাও চেয়েছেন। এবার তাঁকে সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন প্রযোজক রানা।