Tollywood,Entertainment,Gossip,Prosenjit Chatterjee,Laboni Sarkar,Anyay Atyachar,Memory,টলিউড,বিনোদন,গসিপ,প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,লাবনী সরকার,অন্যায় অত্যাচার,স্মৃতি

Moumita

‘বয়সে বড় প্রসেনজিৎ-র মায়ের চরিত্রে অভিনয়’, নিয়ম মেনে এই একটি বিশেষ কাজ করতেন অভিনেত্রী লাবণী সরকার

বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেতা হলেন বুম্বাদা ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দীর্ঘ কেরিয়ারে তার অভিজ্ঞতাও নেহাত কম নয়। একেবারে পোড় খাওয়া তারকা তিনি। সম্প্রতি তিনিই নিজের জীবনের এক ছোট্ট অভিজ্ঞতা খুঁজে নিয়ে এসেছেন।

   

যারা নব্বইয়ের দশকের ছবি দেখছেন তাদের কাছে ‘অন্যায় অত্যাচার’ নামটা খুব বেশিই পরিচিত। প্রসেনজিৎ-র জীবনের অন্যতম ব্যবসাসফল ছবি এটি। এই ছবিতে প্রসেনজিতের মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন টলি পাড়ার পরিচিত মুখ লাবনী সরকার।

অন্যায় অত্যাচার’ ছবির সেই সংলাপ, ‘আমার বাবার নাম অন্যায় আর মায়ের নাম অত্যাচার। আর এই অন্যায় অত্যাচারের মধ্যেই আমার জন্ম।’ লাইনটা বোধহয় সবারই মনে আছে। বক্স অফিসে ছবিটি মুক্তি পায় ২০০৪ সালে।‌ ছবিটি বেশ ভালো সাড়া ফেলেছিল দর্শকমহলে।

Tollywood,Entertainment,Gossip,Prosenjit Chatterjee,Laboni Sarkar,Anyay Atyachar,Memory,টলিউড,বিনোদন,গসিপ,প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,লাবনী সরকার,অন্যায় অত্যাচার,স্মৃতি

যাইহোক, লাবনী সরকার ছবিতে প্রসেনজিতের মায়ের ভূমিকায় অভিনয় করলেও বাস্তব জীবনে তিনি কিন্তু বুম্বাদার চেয়ে অনেকটাই ছোট। কিন্তু চরিত্রের জন্য অন ক্যামেরা অনেকবারই প্রসেনজিৎ পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন লাবণীকে।

প্রসেনজিৎ জানান, যে শটে ক্যামেরার সামনে তিনি লাবনীকে পায়ে হাত দিয়ে প্রণাম করতেন, সেই শট হয়ে যাওয়ার পরেই লাবণী এসে পাল্টা পায়ে হাত দিয়ে প্রণাম করে যেতেন প্রসেনজিৎকে। আসলে প্রসেনজিৎ তার চেয়ে বড় হওয়ায় প্রণাম নিতে দ্বিধাবোধ করতেন তিনি।

সম্প্রতি এই অভিজ্ঞতার কথাই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন প্রসেনজিৎ। পুরোনো স্মৃতিতে ডুব দিয়ে খুঁজে এনেছেন নানাসব অভিজ্ঞতা। আর তাতে নস্টালজিক হয়েছে নেট নাগরিকরাও। কমেন্ট বক্সে উপচে পড়ছে অনুরাগীদের ভিড়।