নিউজশর্ট ডেস্কঃ বহু মানুষ নিজের উপার্জিত অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে ফিক্সড ডিপোজিটর(Fixed Deposit) ওপর নির্ভরশীল থাকেন। আপনিও যদি কোন ব্যাংকে ফিক্সড ডিপোজিটের করার কথা চিন্তাভাবনা করে থাকেন। তাহলে আজকের এই প্রতিবেদনটি পুরোটা পড়ে ফেলুন। আজকের এই প্রতিবেদনে পাঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্কের(Punjab And Sind Bank) ফিক্সড ডিপোজিট রেট নিয়ে আপনাদেরকে জানাবো। সম্প্রতি এই ব্যাংক ফিক্সড ডিপোজিটের ওপর সুদের হার বৃদ্ধি করেছে।
এই ব্যাংক সাধারণ নাগরিকদের জন্য ২.৮০ শতাংশ থেকে ৭.৪০ শতাংশ হারে সুদ দিচ্ছে। আসলে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে এককালীন মোটা টাকা ইনভেস্ট করতে হয়। কিন্তু মেয়াদ শেষে সুদ সহ ভালো রিটার্ন পাওয়া যায়। বিভিন্ন ব্যাংকে ফিক্সড ডিপোজিটের হার বিভিন্ন রকমের হয়ে থাকে। পাঞ্জাব ও সিন্ধ ব্যাংক ফিক্সড ডিপোজিটের ওপর ৪৪৪ দিনের মেয়াদে ৭.৪০ শতাংশ হারে সুদ দিচ্ছে।
চলুন তাহলে কত দিনের মেয়াদে কত সুদ দিচ্ছে তা জেনে নেওয়া যাক-
- ৭ থেকে ১৪ দিনের মেয়াদে ২.৮০ শতাংশ
- ১৫ থেকে ৩০ দিনের মেয়াদে ২.৮০ শতাংশ
- ২১ থেকে ৪৫ দিনের মেয়াদে ৩.০০ শতাংশ
- ৪৬ থেকে ৯০ দিনের মেয়াদে ৪.৬০ শতাংশ
- ৯১ থেকে ১২০ দিনের মেয়াদে ৪.৭৫ শতাংশ
- ১২০ থেকে ১৫০ দিনের মেয়াদে ৪.৭৫ শতাংশ
- ১৫১ থেকে ১৭৯ দিনের মেয়াদে ৪.৭৫ শতাংশ
- ১৮০ থেকে ২৬৯ দিনের মেয়াদে ৫.৫০ শতাংশ
- ২৭০ থেকে ৩৩২ দিনের মেয়াদে ৫.৫০ শতাংশ
- ৩৩৩ দিনের মেয়াদে ৬.৫০ শতাংশ
- ৩৩৪ দিন থেকে ১ বছরে ৫.৫০ শতাংশ
- ১ বছরের মেয়াদে ৬.৪০ শতাংশ
- ১ বছর থেকে ৪৪৩ দিনের মেয়াদে ৬.২০ শতাংশ
- ৪৪৪ দিনের মেয়াদে ৭.৪০ শতাংশ
- ৩ থেকে ৫ বছরের মেয়াদে ৬.০০ শতাংশ
- ৫ থেকে ১০ বছরের মেয়াদে ৬.২৫ শতাংশ
আরেকটি বিষয়, শুধুমাত্র ভারতের নাগরিকরা নয়, প্রবাসী ভারতীয়রা এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন এবং একই পরিমান সুদ মিলবে। এই ব্যাংকেও সাধারণ নাগরিকদের তুলনায় প্রবীণ নাগরিকদের সুদের হার বেশি আছে। যদি ৪৪৪ দিনের মেয়াদে কোন ব্যক্তি এই ব্যাংকে চার লক্ষ টাকার ফিক্স ডিপোজিট করেন তাহলে তিনি কত টাকা রিটার্ন পাবেন?
এখানে ৪৪৪ দিনের মেয়াদে ব্যাংক সর্বোচ্চ ৭.৪০ শতাংশ সুদ দিচ্ছে। এই সুদের হারে আপনি ৪ লক্ষ টাকার ফিক্সড করলে মেয়াদ শেষে সুদ হিসাবে পাবেন ৩৭,৩১৭.০৬ টাকা। অর্থাৎ সুদ আপনি রিটার্ন হিসেবে পাবেন ৪,৩৭,৩১৭.০৬ টাকা।