Travel

Travel: খরচ হবে মাত্র ৫০ টাকা, রঙিন ক্যানভাসে সেজে উঠেছে এই গ্রাম, মিলবে ময়ূর দেখার সুযোগ

নিউজশর্ট ডেস্কঃ হাতে সময় কম থাকলে আমরা ব্যাগপত্তর গুছিয়ে বেরিয়ে পড়ি দিঘা(Digha),দার্জিলিং, পুরীর উদ্দেশ্যে। তবে এই জায়গাগুলো ছাড়াও কম খরচের মধ্যে এমন অনেক অচেনা অজানা লোকেশান রয়েছে। যেখানে একবার গেলে সারাজীবন মনে থেকে যাবে। এমনই একটি সুন্দর গ্রাম হল বর্ধমানের সুন্দর গ্রাম লবণ ধার(Labandhar Village)।

একবার সুযোগ পেলেও পূর্ব বর্ধমানের আউসগ্রামের অন্তর্গত এই সুন্দর লবণধার গ্রাম থেকে ঘুরে আসুন। এখানের প্রাকৃতিক সৌন্দর্য মন জিতে নেবে আপনার। তাই একবার গেলে কখনোই এর স্মৃতি ভুলতে পারবেন না। পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ২ ব্লকের দেবসালা গ্রামে রয়েছে লবণধার আর্ট ভিলেজ। এখানে সবথেকে কাছের স্টেশন হলো মানকর। আপনি সেখানে নেমে একটি রিকশা ভাড়া করে নিতে পারেন।

এই গ্রামের প্রায় ৬০ শতাংশ বাড়ির সুন্দর দেয়াল চিত্র তৈরি করার উদ্যোগ নিয়েছে লবণধার অন্নপূর্ণা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এই গ্রামে গেলে আপনি প্রচুর পরিমাণে ময়ূরের দেখা পাবেন। আপনি যদি চিড়িয়াখানা ছাড়াও প্রচুর সংখ্যক ময়ূর দেখতে চান। তাহলে এই গ্রামে চলে আসুন। এই জায়গার খুব কাছেই রয়েছে এক টুকরো জঙ্গলমহল।

আরও পড়ুন: Travel: দোলের ছুটিতে কম খরচে ঘুরতে যেতে চাইছেন! ঘুরে আসুন এই জায়গায়, মিলবে মনের শান্তি

এই জঙ্গলে প্রচুর পরিমাণে ময়ূরের দেখা পাবেন। এই অন্নপূর্ণা স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি অর্ণব ঘোষ বলেছেন যে এই এলাকায় শালগাছ বেশি আছে। আর এই মরশুমে গাছের পাতা ঝরে যায়। আর এই মরশুমে এই জায়গায় এলে ময়ূরের দেখা পাওয়া যাবে। অনেক সংখ্যক ময়ূর রয়েছে।

এছাড়া এই গ্রামের আরেকটি আকর্ষণীয় জিনিস হলো এখানে গ্রাম খুব সুন্দর করে নানা প্যাটার্ন ড্রইং দিয়ে সাজানো আছে। এই গ্রামটিকে দেখলে আপনার মনে হবে আস্ত এক ক্যানভার্স। যেখানে নানারকম জিনিসপত্র আঁকা রয়েছে। আর এই আঁকাগুলোই মন জয় করে নেবে আপনার। তাই এবার সময় সুযোগ পেলে বেড়িয়ে আসুন লবণ ধার গ্রাম থেকে।

Papiya Paul

X