Vinci Da

Additiya

গর্বিত বাঙালী, বাংলার ‘ভিঞ্চি দা’র রিমেক বানাচ্ছে সাউথ, পোস্টার শেয়ার করলেন সৃজিত মুখার্জী

২০২২ সালটা একেবারেই ভালো ছিল না বলিউডের (Bollywood)জন্য। একই দৃষ্টান্ত দেখা গেছিল টলিউডয়েও( Tollywood)। দক্ষিণী ছবির রমরমায় মুখ থুবড়ে পড়েছিল ভারতীয় ইন্ডাস্ট্রি। তবে ২০২৩ সালেই মোড় ঘুরেছে। নতুন বছরের শুরু থেকেই একের পর এক ধামাকা ছবি সিনেপ্রেমীদের উপহার দিচ্ছে ভারতীয় ইন্ডাস্ট্রি। আর এসবের মাঝে চলে এল এক চমকপ্রদ খবর। সোশ্যাল মিডিয়ায় সে খবর জানিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)।

   

সাধারণত এতদিন আমরা দেখে এসেছি প্যান ইন্ডিয়া সিনেমার যুগে বলিউডকে সমানে টেক্কা দিয়ে চলেছে দাক্ষিণাত্য। এমনকি দাক্ষিণাত্যের বহু ছবি রিমেক করা হয়েছে বলিউড এবং টলিউডে। তবে এবার উলট পুরান। শোনা যাচ্ছে, সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘ভিঞ্চিদা’ অবলম্বনে তৈরি হচ্ছে তেলেগু সিনেমা ‘রাবণাসুরা’।

মুখ্য চরিত্রে দেখা যাবে তেলেগু সুপারস্টার রবি তেজাকে। সোশ্যাল মিডিয়ায় উচ্ছসিত হয়ে ‘রাবণাসুরা’ ছবির পোস্টার শেয়ার করেছেন টলিউডের নামকরা পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ট্যাগ করেছেন রুদ্রনীল ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য, ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার, অনুপম সরকার, ইন্দ্রদীপ দাশগুপ্ত সহ আরও অনেককে।

বিনোদন,টলিউড,দক্ষিণী ইন্ডাস্ট্রি,ভিঞ্চিদা,রাবণাসুরা,সৃজিত মুখোপাধ্যায়,Entertainment,Tollywood,South Industry,Vincida,Ravanasura,Srijit Mukherji

ক্যাপশনে পরিচালক লিখেছেন, ‘অবশেষে টেবিলটা ঘুরেই গেল’। পুরনো সমস্ত ইতিহাস ভেঙে দিল সৃজিতের ‘ভিঞ্চিদা’। এবার বাংলা সাইকোলজিক্যাল থ্রিলার ছবি অবলম্বনে তৈরি হচ্ছে তেলেগু সিনেমা। যা বাংলা ছবির কাছে একটা বড় জয় বলেই মনে করছেন অনেকেই।

উল্লেখ্য, খুব শীঘ্রই সৃজিতের হাত ধরে আসতে চলেছে টলিউডের প্রথম কপ ইউনিভার্স। ‘ভিঞ্চিদা’, ‘বাইশে শ্রাবণ’ ছবি দুটিকে এক সুতোয় বেঁধে দিতে চলেছেন জনপ্রিয় এই পরিচালক। সুতরাং একসঙ্গে পর্দায় দেখা যেতে পারে, প্রবীর রায়চৌধুরী ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং বিজয় পোদ্দার ওরফে অনির্বাণ ভট্টাচার্যকে। টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, এই ছবিতে মুখ্য চরিত্র দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং যিশু সেনগুপ্তকে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরে দুর্গাপূজাতে বক্স অফিসে মুক্তি পাবে এই ছবি।