Koushik Dutta

প্রায় ৩০ বছর পর সংস্কার করা হচ্ছে রঘুনাথ মন্দির, উপত্যকায় শান্তি স্থাপনের দিকে আরও এক ধাপ

জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর সেখানে হতে শুরু করেছে একের পর এক উন্নয়ন মূলক কাজ। যার মধ্যে নবীনতম সেখানকার রঘুনাথ মন্দিরকে নতুন করে সংস্কার করা। প্রায় ৩০ বছর পর হবে মন্দির ঠিক করার কাজ। আগে এই মন্দিরে মানুষ সমাগম হলেও, এক সময় আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল এই দেবগৃহকে। নদীর জলে ভেঙে ছুড়ে ফেলে দেওয়া হয়েছিল রঘুনাথ দেব- এর মূর্তিকে। সেখান থেকেই এখন ফের ঘুরে দাঁড়ানোর চেষ্টা।