Arijit

রাবাডার ফোকাস নষ্ট করে আম্পায়ারের ধমক খেলেন রাহুল, ক্ষমা চেয়েও হল না কাজ! দেখুন ভিডিও

সোমবার থেকে শুরু হয়েছে ভারত ও সাউথ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ। এই ম্যাচে ভারতের প্রত্যেক ব্যাটসম্যানই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন, একমাত্র অধিনায়ক কে এল রাহুল রান পেয়েছেন। তবে ভালো ব্যাট করার সত্ত্বেও খেলা চলাকালীন আম্পায়ারের রোষানলের শিকার হতে হল রাহুলকে।

   

ভারতের ইনিংস এর পঞ্চম তম ওভারে একটি ঘটনা ঘটে। সেই ওভারে ব্যাট করছিলেন রাহুল। অপরদিকে বল করার জন্য দৌড়ে আসেন দক্ষিণ আফ্রিকার তারকা জোরে বোলার কাগিসো রাবাডা। তবে রাবাডা বোলিং করার জন্য দৌড়ে এসে যখনই বল ছুঁড়তে যাবেন তখনই তাকে থামিয়ে দেন রাহুল। পুরোপুরি তৈরি ছিলেন না তাই স্টান্স নেওয়ার সময় বোলার থামিয়ে দেন রাহুল।

https://twitter.com/BenaamBaadshah4/status/1477950043709534209?t=P8tVcYE7ZEQBnMqioOoKdw&s=19

ক্রিকেট হামেশাই এই ঘটনা হয়ে থাকে বোলার রান আপ করে আসার পর ব্যাটসম্যান রেডি না হওয়ার কারণে বোলারকে থামিয়ে দেন। তবে এইদিন রাবাডাকে রান আপ করে থামিয়ে দেওয়ার পর তার কাছে ক্ষমা চেয়ে নেন রাহুল। স্ট্যাম্প মাইকের শোনা যায় তৎক্ষণাৎ রাহুল রাবাডাকে সরি বলছেন। তবে সরি বলেও ছাড় পান নি রাহুল। স্ট্যাম্প মাইক্রোফোনের শোনা যায়, রাহুলের দিকে তাকিয়ে আম্পায়ার এরাসমাস নির্দেশ দিচ্ছেন, “রাহুল, একটু তাড়াতাড়ি করার চেষ্টা করো।”