নিলামে কেনেনি কোন দল, মরশুমের মাঝপথে দলে এসেই রাঙিয়ে দিলেন কোহলির মঞ্চ

গতকাল আইপিএলের প্রথম এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয়েছিল ফ্যাফ ডুপ্লেসির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং কে এল রাহুলের লখনউ সুপার জায়ান্টস। কলকাতার ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়ামে এই গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল আরসিবি এবং এলএসজি। এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় লখনৌউ এর অধিনায়ক কে এল রাহুল।

এইদিন মঞ্চ তৈরি হয়েছিল ক্রিকেট কিং বিরাট কোহলির জন্য। বিরাট কোহলির জন্য পুরো ইডেন ছিল হাউসফুল। হাজার হাজার কলকাতাবাসী এইদিন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ভক্ত হয়ে গিয়েছিল শুধুমাত্র বিরাট কোহলির জন্য। তবে এইদিন ব্যাট হাতে বড় রান করতে পারলেন না কোহলি। ২৫ রান করে আউট হয়ে যান তিনি।

তবে এইদিন ব্যাট হাতে ইডেনে তান্ডব চালালেন রজত পাতিদার। এবার আইপিএল নিলামে কোন ফ্রাঞ্চাইজিই তাকে দলে নেয় নি। পরে এক খেলোয়াড়ের বদলি হিসেবে আরসিবি দলে যোগদান করেছিলেন রজত পাতিদার। আর সেই রজত পাতিদারই এই ম্যাচেই হিরো হয়ে উঠলো। মাত্র ৪৯ বলে শতরান করলেন রজত এবং ইনিংস শেষে ১১২ রানে অপরাজিত থাকেন পাতিদার। তাঁর ইনিংসটি সাজানো ছিল ১২ টি চার এবং সাতটি ছয় দিয়ে।

Avatar

Koushik Dutta

X