বলিউড,বিনোদন,রণবীর কাপুর,সাক্ষাৎকার,প্রথম উপার্জন,শামশেরা,ব্রহ্মাস্ত্র,Bollywood,Entertainment,Ranbir Kapoor,Interview,First Income,Shamshera,Brahmastra

Moumita

জীবনের প্রথম উপার্জন হিসাবে কত টাকা পেয়েছিলেন? সাক্ষাৎকারে পুরনো স্মৃতি তুলে ধরলেন রণবীর কাপুর

সম্প্রতি বেশ চর্চায় রয়েছেন বলিউড সুপারস্টার রণবীর কাপুর। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে রণবীর অভিনীত’শামশেরা’। এই ছবির সঙ্গেই চার বছর পর রুপোলি পর্দায় ফিরছেন তিনি। ট্রেলার রিলিজ হওয়ার সাথে সাথেই ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে সিনেমাপ্রেমীদের মধ্যে। অপরদিকে তার আরও একটি বহুল আলোচিত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’ও মুক্তি পাবে খুব শীঘ্রই। তবে এই মুহূর্তে ছবির চেয়েও বেশি আলোচোনায় আছেন তার ব্যক্তিগত জীবন নিয়ে।

   

আসলে, সম্প্রতি একটি একান্ত সাক্ষাৎকারে রণবীর কাপুর ফিরে গিয়েছিলেন তার কর্মজীবনের একদম গোড়ার দিকে। তিনি জানিয়েছেন তার প্রথম রোজকার কত ছিলো। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে ঋষি কাপুর এবং নীতু কাপুরের প্রিয় পুত্র রণবীর কাপুরের প্রথম বেতন ছিলো মাত্র ২৫০ টাকা। কী করেছিলেন তিনি সেই টাকা দিয়ে? চলুন জেনে নিই কী বললেন অভিনেতা!

বলিউড,বিনোদন,রণবীর কাপুর,সাক্ষাৎকার,প্রথম উপার্জন,শামশেরা,ব্রহ্মাস্ত্র,Bollywood,Entertainment,Ranbir Kapoor,Interview,First Income,Shamshera,Brahmastra

রকস্টার খ্যাত রণবীর এইদিন বেশ খোশ মেজাজেই ধরা দিলেন সাংবাদিকদের সামনে। তার কথাতেই জানা গেলো যে, ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত “প্রেম গ্রন্থ” ছবির সৌজন্যে তার হাতে আসে ২৫০ টাকা। সেটিই ছিলো তার প্রথম উপার্জন। রণবীরের কথায়, তিনি সেই টাকা এনে মা নীতু কাপুরের পায়ে রেখেছিলেন। ছেলেকে স্বাবলম্বী হতে দেখে ম নীতু’ও বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন সেই সময়। এতোটাই, যে আবেগের বশে জলে ভরে গিয়েছিলো তার চোখ।

উল্লেখ্য বিষয়, ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত রাজীব কাপুর পরিচালিত “প্রেম গ্রন্থ” ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন রণবীর। ছবিতে মূখ্য ভূমিকায় ছিলেন প্রয়াত অভিনেতা ঋষি কাপুর এবং বলিউড ডিভা মাধূরী দীক্ষিত। ছবিটি একাধারে যেমন বক্স অফিসে সুপারহিট হয় অপরদিকে এই ছবির মাধ্যমেই রণবীরের হাতে আসে তার জীবনের প্রথম উপার্জন।

বলিউড,বিনোদন,রণবীর কাপুর,সাক্ষাৎকার,প্রথম উপার্জন,শামশেরা,ব্রহ্মাস্ত্র,Bollywood,Entertainment,Ranbir Kapoor,Interview,First Income,Shamshera,Brahmastra

রণবীর কাপুরের ছবি শামশেরা সম্পর্কে বলতে গেলে, এই ছবির মাধ্যমে অভিনেতা পুরো ৪ বছর পর চলচ্চিত্র জগতে প্রত্যাবর্তন করতে চলেছেন। এর আগে তাকেদেখা গিয়েছিল সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’তে। শামশেরা ছাড়াও, রণবীর কাপুরকেও দেখা যাবে ব্রহ্মাস্ত্র ছবিতে, যেখানে তার বিপরীতে দেখা যাবে তার স্ত্রী আলিয়া ভাটকে। এছাড়াও রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ ছবিটিও আসছে যাতে তার সঙ্গে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে। প্রসঙ্গত, গত সোমবারই ইনস্টাগ্রামে করা আলিয়ার পোস্ট থেকে স্পষ্ট যে, এবার দুই থেকে তিন হতে চলেছেন এই নবদম্পতি। খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনার শেষ নেই অনুরাগীদের মধ্যে।