Ramayana

Ramayana: ভারতের সবথেকে দামী ছবির তকমা পাচ্ছে রণবীরের ‘রামায়ণ’! খরচ কত কোটি? জানলে তড়তড়িয়ে ঘামবেন

নিউজশর্ট ডেস্কঃ এই মুহূর্তে বলিউডের(Bollywood) অন্যান্য ছবিগুলোর পাশাপাশি নীতিশ তিওয়ারির ‘রামায়ণ’ নিয়ে উত্তেজনা তুঙ্গে রয়েছে। এখন মাঝেমধ্যেই রামায়ণের সেট থেকে কিছু ছবি ইন্টারনেটে লিক হচ্ছে। আর এবার ছবি মুক্তির আগেই নতুন রেকর্ড গড়ল রামায়ণ(Ramayana)। জানা গিয়েছে, ভারতের সব থেকে ব্যয়বহুল ছবির তকমা পেতে চলেছে এই সিনেমা। মোট কত কোটি টাকা খরচ করে এই সিনেমা বানানো হচ্ছে জানেন?

কত টাকা খরচ করে তৈরি হচ্ছে রামায়ণ?

এই সিনেমাতে রণবীর কাপুরকে রামের চরিত্রে দেখা যাবে এবং সাই পল্লবীকে সীতার ভূমিকায় দেখা যাবে। এই সিনেমা ভারতের সবথেকে ব্যয়বহুল ছবি হতে চলেছে। তার কারণ হলো এই প্রথম কোন ভারতীয় সিনেমা ১০০ মিলিয়ন ডলার খরচ করে বানানো হচ্ছে।

তবুও কেবলমাত্র রামায়ণের পার্ট ওয়ানের জন্য এত টাকা খরচ করা হচ্ছে। বলিউড হাঙ্গামাকে দেওয়া একটি সাক্ষাৎকার থেকে সূত্রের তরফ থেকে জানানো হয়েছে যে রামায়ণকে বিশ্বমানের ছবি বানানোর জন্য নির্মাতাদের তরফ থেকে কোন রকমের খামতি রাখা হচ্ছে না। প্রায় ৮৩৫ কোটি টাকা খরচ করে এই সিনেমা তৈরি করা হচ্ছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: Money Making Tips: ছাড়ুন তো চাকরির চিন্তা, শুরু করুন এই ফুলের চাষ! পকেটে উপচে পড়বে টাকা

এই সিনেমাটি ২০২৬ সালে মুক্তি পেতে পারে বলে জানা গিয়েছে। শ্যুটিং শেষ হওয়ার পর ৬০০ দিন ধরে কেবলমাত্র পোস্ট প্রডাকশনের কাজ চলবে এই ছবির জন্য। অর্থাৎ বোঝাই যাচ্ছে এই সিনেমাতে কোনরকমের খামতি রাখবেন না নির্মাতারা। 

প্রসঙ্গত, রণবীর কাপুরকে শেষবার অ্যানিমেল ছবিতে দেখা গিয়েছিল। এবার রামায়ণ ছাড়াও থাকে আগামীতে আলিয়া এবং ভিকির সঙ্গে লাভ এন্ড ওয়ার ছবিতে দেখা যাবে রণবীর কাপুরকে। আর বেশি বাজেটের সিনেমার ক্ষেত্রে এর আগে ৫০০ কোটি বাজেটে ও একাধিক সিনেমা বানানো হয়েছিল। যার মধ্যে রয়েছে আদিপুরুষ, আরআরআর, কল্কি ২৮৯৮ এডি। তবে এবার সমস্ত কিছুকে টপকে  ৮৩৫ কোটি টাকা খরচ করে বানানো হচ্ছে রামায়ণ।

Avatar

Papiya Paul

X