Arijit

আরসিবির কাছে রাহুলদের হারের কারণ ব্যাখ্যা করলেন রবি শাস্ত্রী, বললেন

গ্রুপ পর্ব এ দুর্দান্ত পারফরম্যান্স করেও এলিমিনেটর ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে হেরে এবারের আইপিএল থেকে বিদায় নিয়েছে লখনউ সুপার জায়ান্টস।

   

গত কাল আইপিএলের এলিমিনেটর ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টস। এই ম্যাচে প্ৰথমে ব্যাটিং করে নির্ধারিত কুড়ি ওভারে 207 রান করে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর। জবাবে ব্যাট করতে নেমে 193 রানেই শেষ হয়ে যায় লখনউ সুপার জায়ান্টস এর ইনিংস। 14 রানে এই ম্যাচে হেরে আইপিএল থেকে বিদায় নিল লখনউ সুপার জায়ান্টস।

লখনউ সুপার জায়ান্টস এর হারের কারণ ব্যাখ্যা করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাপ্তন হেডকোচ রবি শাস্ত্রী। রবি শাস্ত্রী বলেছেন, “একটু আগে থেকে মারতে শুরু করা উচিত ছিল। 9 থেকে 14 ওভারের মধ্যে কোনও একজন বোলারকে চিহ্নিত করে তাঁকে আক্রমণ করা উচিত ছিল। তাহলে শেষের দিকে এতটা চাপে পড়তে হত না লখনউকে। হয়তো ম্যাচ জিততেও পারতো।”