এজবাস্টনে দুরন্ত শতরান করে জাডেজা মুখ খুললেন আইপিএল বিতর্ক নিয়ে

শুক্রবার থেকে শুরু হয়েছে ভারতে এবং ইংল্যান্ডের মধ্যে টেস্ট ম্যাচ। এই ম্যাচে টসে জিতে প্রথমে ভারতকে ব্যাটিং করতে পাঠায় ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। প্রথম দিনে ব্যাট হাতে বিরাট, পুজারা ব্যর্থ হলেও দুর্দান্ত ব্যাটিং করেন ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজা। পন্থ করেন 146 রান। জাডেজার সঙ্গে ষষ্ঠ উইকেটের জুটিতে পন্থ যোগ করলেন ২২২ রান। প্রথম দিনের শেষে ৮৪ রানে অপরাজিত ছিলেন রবীন্দ্র জাদেজা।

দ্বিতীয় দিনে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই দ্রুত গতিতে রান তুলে নিয়ে নিজের সেঞ্চুরি পূরণ করে ফেলেন রবীন্দ্র জাদেজা। তাকে যোগ্য সঙ্গ দেন মহম্মদ সামি এবং যাশস্প্রীত বুমরাহ। ১০৪ রানের ইনিংস খেলে আউট হন রবীন্দ্র জাদেজা। আইপিএলের বিতর্ক থেকে ভারতীয় দলের রক্ষাকর্তা। মাত্র এক মাসেই বদলে গিয়েছে রবীন্দ্র জাডেজার দুনিয়া।

এইদিন শতরান করার পর জাডেজাকে আইপিএল বিতর্ক নিয়ে প্রশ্ন করা হলে জাদেজা বলেন, ‘‘যা হয়ে গিয়েছে, তা হয়ে গিয়েছে। আইপিএল আমার মাথায় নেই। যখন ভারতীয় দলের হয়ে খেলি, তখন আমার ভাবনায় শুধু ভারতীয় দলই থাকে। সব সময়ই আমার কাছে বিষয়টা একই রকম। দেশের হয়ে ভাল পারফর্ম করার থেকে তৃপ্তির আর কিছু নেই।’’

Avatar

Koushik Dutta

X