Paytm

Paytm: Paytm অ্যাকাউন্টে রাখা টাকা ১৫ মার্চের পর কী হবে? জানুন সঠিক তথ্য

নিউজ শর্ট ডেস্ক: পেটিএম (Paytm) পেমেন্ট ব্যাঙ্কের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Reserve Bank Of India)। এতদিন পর্যন্ত ঠিক ছিল ২৯ ফেব্রুয়ারির মধ্যেই গ্রাহকদের টাকা-পয়সা সংক্রান্ত সমস্ত লেনদেন মিটিয়ে ফেলতে হবে। তবে এবার সামান্য স্বস্তি দিয়ে শুক্রবার রিজার্ভ ব্যাঙ্কের তরফে ডেডলাইন বাড়িয়ে  করা হয়েছে ১৫ মার্চ।

এই নতুন নির্দেশ অনুযায়ী, ১৫ মার্চের পর থেকে পেটিএমের মাধ্যমে আর আর্থিক লেনদেন করা যাবে না। এবার  এই নির্দিষ্ট সময়সীমার মধ্যেই পেটিএম গ্রাহকদের অন্য ব্য়াঙ্ক অ্যাকাউন্টে  টাকা ট্রান্সফার করতে বলা হয়েছে।

লেনদেন বন্ধ করার নির্দেশ 

জানা গিয়েছে রিজার্ভ ব্যাঙ্কের তরফে ১৫ মার্চের মধ্যে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের সমস্ত অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। এই সময়সীমার পর পেটিএম পেমেন্ট ওয়ালেট থেকে আর  আর্থিক লেনদেন করা যাবে না। তবে পেটিএমের তরফে জানানো হয়েছে, ১৫ মার্চের পরও পেটিএম কিউআর কোড কার্যকর থাকবে। চালু থাকবে সাউন্ডবক্স ও কার্ড মেশিনের পরিষবাও।

পেটিএম,Paytm,রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া,Reserve Bank Of India,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এই নিষেধাজ্ঞার জেরে কী কী প্রভাব পড়বে?

গ্রাহকরা ততদিনই এই অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন যতদিন এই পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্টে ব্যালেন্স থাকবে। এছাড়া অ্যাকাউন্ট থেকে টাকা তোলা বা ট্রান্সফার করাও যাবে।

১৫ মার্চের পর থেকে পেটিএম পেমেন্ট অ্যাকাউন্টে নতুন করে আর টাকা জমা দেওয়া যাবে না।

এই সময়ের পর গ্রাহকরা আর পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্টে ইউপিাই বা আইএমপিএসের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারবেন না। তবে  টাকা তোলা যাবে।

এই সময়ের পর পেটিএম অ্যাকাউন্টে বেতনও ঢুকবেনা।

আরও পড়ুন: টিকিট কনফার্ম হওয়ার পরেই কাটবে টাকা, ৯৯% মানুষই জানেন না ভারতীয় রেলের এই নিয়ম

পেটিএম,Paytm,রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া,Reserve Bank Of India,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

বিল পেমেন্ট, এবং ওয়ালেটের কী হবে?

জানা যাচ্ছে যতদিন অ্যাকাউন্টে ব্যালেন্স থাকবে, ততদিন নিজে থেকেই বিল পেমেন্ট হবে। অর্থাৎ ১৫ মকারচের পরেও  ইলেকট্রিক বিল বা অন্যান্য় বিল পেমেন্ট করা যাবে। তবে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে ব্যালেন্স ফুরিয়ে গেলে বিল পেমেন্ট বন্ধ হয়ে যাবে।

যতদিন অ্যাকাউন্টে ব্যালেন্স থাকবে ততদিন অ্যাকাউন্ট থেকে টাকা তোলা বা ট্রান্সফার করা যাবে।

ফাসট্যাগের মাধ্য়মে টোল ফি-ও দেওয়া যাবে। তবে নতুন কোনও টপ-আপ হবে না।

Avatar

anita

X