নিউজশর্ট ডেস্কঃ একসময় বিনামূল্যে 4G পরিষেবা দেওয়ায় দেশের সমস্ত স্মার্টফোন ইউজাররাই Jio এর সিমকার্ড নিয়ে ফেলেছেন। এরপর থেকে ধাপে ধাপে দাম বেড়েছে। তবে গত ৩রা জুলাই প্রায় ২৫% পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে মোবাইল রিচার্জের দাম (Mobille Recharge Price)। এর জেরেই ক্ষুদ্ধ আমজনতা। একদিকে মূল্যবৃদ্ধি, কাজের অবস্থা ভালো নয় সেখানে মোবাইলের জন্য খরচ বেড়ে যাওয়ায় রীতিমত কোম্পানিকে দুষছেন সকলে। এমতাবস্থায় আমজনতাকে খুশি করতে একেবারে সস্তায় পুষ্টিকর প্ল্যান ও ফোন লঞ্চ করল Reliance Jio।
4G পরিষেবার পাশাপাশি দেশের সকলের কাছে ইন্টারনেট কানেকটিভিটি পৌঁছে দেওয়ার জন্য ‘Jio Phone’ লঞ্চ করা হয়েছিল। পরবর্তীকালে এই ফোন বন্ধ করে দেওয়া হয়, তবে গত বছরেই আবারও বাজারে আসে Jio Bhart ফোন। এই সিরিজে মোট তিনটি ফোন রয়েছে যেগুলি হল Jio Bharat V2, Jio Bharat V2 Carbon এবং Jio Bharat B1। এবার Jio Bharat J1 4G যুক্তি হল এই সিরিজে।
Jio Bharat J1 4G এর ফিচার্স
আপনার জন্য স্মার্টফোনের প্রয়োজন না থাকে, তবে 4G ব্যবহার করতে চান তাহলে এই ফোনটি আপনার জন্য উপযুক্ত হতে পারে। কি প্যাড এই ফিচার ফোনে কলিং, গান শোনা থেকে শুরু করে ভিডিও দেখার মত একাধিক কাজ করা যাবে। তাও মাত্র কয়েক হাজার খরচ করেই, একইসাথে প্রতিমাসে রিচার্জের জন্যও খরচ হবে মাত্র ১২৩ টাকা।
Jio Bharat J1 4G ফোনটিতে Jio অ্যাপসের সাপোর্ট পাওয়া যাবে। অর্থাৎ আপনি Jio Cinema দিয়ে সিনেমা দেখতে পাবেন। এছাড়াও UPI এর ব্যবহার করতে পারবেন। আর এই সমস্ত কিছুই মিলবে মাত্র ১৭৯৯ টাকার ফোনে। হ্যাঁ ঠিকই শুনেছেন, স্মার্টফোনের কয়েক মাসের রিচার্জের দামে আস্ত ফোন পেয়ে যাবেন। কোথা থেকে কিনবেন? উত্তর হল Amazon থেকে অর্ডার করলেই বাড়িতে ডেলিভারি পেয়ে যাবেন জিও ভারত জে ১।
আরও পড়ুনঃ নতুন চার্জ জুড়তেই বাড়ছে বিদ্যুতের বিল! মাথায় হাত রাজ্যবাসী গরিব ও মধ্যবিত্তের
Jio এর নতুন ফোনে রিচার্জের খরচ মাত্র ১২৩ টাকা
জিও ফোন যখন লঞ্চ করেছিল তখন রীতিমত হুটোপাটি পড়ে গিয়েছিল সেটা নেওয়ার জন্য। কারণ মাত্র ৭৫ টাকাতেই সারা মাস আনলিমিটেড কলিং করা যেত, সাথে জিও সাওয়ান দিয়ে গান শোনা, ইউটিউবে ভিডিওও দেখা যেত। তবে এবারে দাম কিছুটা বেড়েছে মাত্র ১২৩ টাকা দিয়ে রিচার্জ করলেই আনলিমিটেড কলিং, ১৪ জিবি ডেটা পাওয়া যাবে যার বৈধতা থাকবে ২৮ দিনের জন্য।