নিউজশর্ট ডেস্কঃ ভারতের বৃহত্তম টেলিকম সংস্থা রিলায়েন্স জিও। এই মুহূর্তে অন্যান্য টেলিকম সংস্থাগুলোর তুলনায় রিলায়েন্সের গ্রাহক সংখ্যা সবথেকে বেশি। আর গ্রাহকের জয় করার জন্য জিওর(Jio) তরফ থেকে নানারকমের প্ল্যান নিয়ে আসা হয়। এই প্ল্যান গুলো যেমন সস্তার হয় তেমনি সাশ্রয়ী হয়।
এবার নতুন একটি প্ল্যান নিয়ে এসেছে জিও। যদিও এটি প্রিপেইড প্ল্যান নয়, এটি একটি পোস্টপেইড প্ল্যান। এই নতুন প্ল্যানে একাধিক সুবিধা পাওয়া যাবে। নেটফ্লিক্স, রিলায়েন্স জিওসহ একাধিক সুবিধা বিনামূল্যে মিলবে। চলুন তাহলে এই নতুন প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
জিওর ৮৮৮ টাকার রিচার্জ প্ল্যান:
এই নতুন প্ল্যানের জন্য খরচ করতে হবে প্রত্যেক মাসে ৮৮৮ টাকা। এখানে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম লাইট, ডিজনি প্লাস হটস্টার সঙ্গে ৩০ এমবিপিএস স্পিডে ব্রডব্যান্ড প্ল্যান একেবারে বিনামূল্যে মিলবে। এছাড়া আরও একাধিক ওটিটি প্লাটফর্ম ব্যবহার করা যাবে। যেমন সোনি লাইভ, জিও ফাইভ, অল্টবালাজি।
আরও পড়ুন: Money Making Tips: ছাড়ুন তো চাকরির চিন্তা, শুরু করুন এই ফুলের চাষ! পকেটে উপচে পড়বে টাকা
এর আগে জিও ফাইবার প্ল্যানে ১৪৯৯ টাকা খরচ করলে তবেই নেটফ্লিক্স দেখার সুযোগ মিলতো। তবে এবার ৮৮৮ টাকা খরচ করলেই সেই সুযোগ পাওয়া যাবে। এই নতুন প্ল্যানটি জিও ফাইবার এবং জিও এয়ার ফাইবার দুটোর ক্ষেত্রেই পাওয়া যাবে। অন্ততপক্ষে ১৫ টি লিডিং ওটিটি অ্যাপের সুবিধা এই নতুন প্ল্যানে মিলবে। এখানে নেটফ্লিক্সের বেসিক প্ল্যান, আমাজন প্রাইম, জিও সিনেমা প্রিমিয়ামের মতো সুবিধা পাওয়া যাবে।