Reliance Jio Rs 355 Plan and its benefits

গ্রাহক কমতেই টাইট Jio কোম্পানি! ৩৫৫ টাকায় একঝাঁক সুবিধা সহ নতুন প্ল্যান আনল রিলায়েন্স জিও

নিউজশর্ট ডেস্কঃ রিচার্জ প্ল্যানের দাম (Mobile Recharge Plan)বাড়ানোর পর থেকেই Reliance Jio থেকে শুরু করে Airtel, Vi এর উপর চটে রয়েছে আমজনতা। ৩রা জুলাই প্রায় ২৫% পর্যন্ত খরচ বেড়ে যাওয়ার পরেই Jio থেকে পোর্ট করে BSNL এ যাওয়ার হিড়িক পরে গিয়েছে। যার ফলে একদিকে যেমন ইউজার বেশ কমছে তেমনি কোম্পানির আয়ও কমছে।

তবে বাকিরা দাম বাড়ালেও BSNL কিন্তু এক টাকাও দাম বাড়ায়নি রিচার্জের। তাই যেখানে হয়তো দিনে ৫টা সিমকার্ড বিক্রি হত সেখানে ৫০-৬০টা বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রায় ৬০০ থেকে ৭০০ শতাংশ বেড়েছে সিমকার্ডের বিক্রি। এমন্তাবস্থায় বেশ চাপের মধ্যে পড়েছে রিলায়েন্স জিও।

গ্রাহকদের ক্ষোভ কমাতে ইতিমধ্যেই পুরোনো রিচার্জ ফিরিয়ে এনেছে কোম্পানি। তবে আগের মত সুবিধা নেই, বরং ভ্যালিডিটি অনেকটাই কমেছে। তবে ইতিমধ্যেই আরও একটি প্ল্যান ৩৫৫ টাকার রিচার্জ এসেছে যেটাই একাধিক সুবিধা রয়েছে।

Jio launches New Rs 199 plan with 1.5 gb data everyday unlimited call but reduces validity

রিলায়েন্স জিও এর ৩৫৫ টাকার প্ল্যান

৩৫৫ টাকার প্ল্যান রিচার্জ করলে আনলিমিটেড কলিং থেকে শুরু করে প্রতিদিন ১০০টি করে এসএমএস পাওয়া যাবে। শুধু তাই নয়, ২৫ জিবি ডেটা মিলবে যেটা কোনো দৈনিক লিমিট ছাড়াই ব্যবহার করা যাবে। তবে এখানেই শেষ নয়, Jio TV, Jio Cloud থেকে শুরু করে Jio Cinema এর সাবস্ক্রিপশন মিলবে একেবারে বিনামূল্যে। আর এই প্ল্যানের বৈধতা থাকবে ৩০ দিনের জন্য।

আরও পড়ুনঃ Jio, Airtel, Vi কে সোজা চ্যালেঞ্জ! ২০০ টাকারও কমে ৭০ দিনের আনলিমিটেড ধামাকা প্ল্যান আনল BSNL

প্রসঙ্গত, সস্তার রিচার্জও এনেছে জিও। ২৪৯ টাকা দিয়ে রিচার্জ করলে প্রতিদিন ১ জিবি ডেটা ও ১০০ এসএমএস আর সাথে বাকি সমস্ত সুবিধাই মিলবে। তবে এক্ষেত্রে ২৮ দিনের বৈধতা পাওয়া যাবে। আর যদি আরও কম খরচ করতে চান তাহলে ২০৯ টাকা দিয়ে রিচার্জ করতে পারেন, সেক্ষেত্রে ২২ দিনের বৈধতা পাওয়া যাবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X