গোটা ভারত জুড়ে দক্ষিণী ছবির জয় জয়কার, এককথায় দক্ষিণী ছবিগুলি দখল করে নিয়েছে বলিউডের বাজার। দক্ষিণী ছবির দাপটে এখন বলিউড যেন একটু কোনঠাসা। একের পর এক বড়ো বাজেটের ছবি মুখ থুবড়ে বক্স অফিসে। বারংবার প্রশ্ন উঠছে বলিউডের চিত্রনাট্য, অভিনয়, সিনেমাটোগ্রাফি ইত্যাদির উপরে। বিশ্বের সবচেয়ে বড়ো সিনেমার বাজার বলা হয় ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিকে, এই ইন্ডাস্ট্রিতেই দর্শকদের জন্য পর এক ব্লকবাস্টার হিট মুভির পসরা সাজিয়ে এনেছে বলিউড। তাহলে বর্তমানে ঠিক কী কারণে বলিউড থেকে মুখ ফিরিয়েছে অনুরাগীরা, প্রশ্ন তুলেছেন সবাই। তাহলে বলিউডের জামানা কি একেবারেই শেষ! এরকম পরিস্থিতিতে মুখ খুললেন বলিউডের অন্যতম প্রভাবশালী পরিচালক রোহিত শেট্টি।
কখনও অ্যাকশন। কখনও কমেডি। এ যেন পরিচালক রোহিত শেট্টির চেনা সমীকরণ। তবে করোনাকালে প্রেক্ষাগৃহ খুলতেই চেনা ফর্মে ছিলেন অক্ষয় কুমার এবং রোহিত শেট্টির জুটি। বক্স প্রত্যাশা মতোই হাউজফুল হয়েছিলো ‘সূর্যবংশী’, এমনকি মাত্র ৫ দিনেই ১০০ কোটির মাইলফলকও ছুঁয়ে ফেলেছিলো রোহিত শেট্টির এই ছবি। সম্প্রতি এই বলিউড বনাম টলিউড বিতর্কে নিজের মুখ খুললেন তিনি।
রোহিত শেট্টির বিশ্বাস বলিউডের বাজার এখনও নষ্ট হয়নি। এমনকি শুধু এখনই কেন কোনোদিনই নষ্ট হবেনা বলিউডের বাজার। সোশ্যাল মিডিয়ায় বলিউড শেষ ট্যাগ লাইনের যে ঢেউ উঠেছে বাস্তবে তা মোটেও সম্ভব নয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বক্তব্যে এই কথা স্পষ্ট করেছেন তিনি। তার কথায়, এই প্রথম নয় যখন বলিউড শেষ হতে চলেছে বলে রব তুলেছে মানুষ। এর আগেও ৮০ এর দশকে একই রকমভাবে গুঞ্জন উঠেছিলো যে বলিউডের বাজার শেষ হয়ে যাচ্ছে। কিন্তু সমস্ত সে তত্ত্বকে তুড়ি মেরে উড়িয়ে আজও স্বমহিমায় উজ্জ্বল হয়ে রয়েছে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি। উল্টে বলিউডের বাজার আগের চেয়ে দ্বিগুণ হয়েছে। সম্প্রতি ওটিটির রমরমা শুরু হলে সকলে বলতে শুরু করেছিলো যে বলিউডের বাজার শেষ। কিন্তু সত্যি কি তাই হয়েছে? বলিউড আজও অবিচল আছে নিজের জায়গায়।
রোহিতের বক্তব্য, সাউথ আজ নতুন আসেনি। সাউথ আগেও ছিলো শশী কাপুর থেকে শুরু করে অমিতাভ বচ্চন সকলেই দক্ষিণী ছবির রিমেক বানিয়েছেন, এবং বলাইবাহুল্য দর্শকের প্রশংসাও কুড়িয়েছে সেই সব ছবি।
অর্থাৎ রিমেক আগেও হতো এখনও হয়, মানুষ তখনও পছন্দ করতো সেই ছবি এখনও পছন্দ করে। তিনিই বলিউডের প্রথম পরিচালক যার ব্যাক টু ব্যাক আটটা ছবিই ১০০ কোটির ক্লাব ছুঁয়ে ফেলেছে। তবে আপাত পুলিশ সিরিজ নিয়ে কাজে ব্যস্ত রোহিত শেট্টি। এই প্রোজেক্টে তার সাথে রয়েছেন বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী শিল্পা শেঠি। আর ভবিষ্যতে দর্শকদের প্রত্যাশা পূরণ করতে বেশ কিছু ভালো ছবি আসছে বলেই তার বিশ্বাস।