Arijit

মেসির পর দলবদলে চমক রোনাল্ডোর! জুভেন্টাস ছেড়ে ফিরে গেলেন নিজের পুরনো ঠিকানায়

কয়েকদিন আগে নিজের পুরনো ক্লাব বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। দীর্ঘ 21 বছরের সম্পর্ক ছিন্ন করে বার্সেলোনা ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন মেসি। বর্তমানে তিনি পিএসজির সদস্য। মেসির পরই দলবদলে চমক দিলেন বিশ্ব ফুটবলের আরেক মহাতারকা পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মেসির পর এবার ক্লাব পরিবর্তন করলেন রোনাল্ডো। দীর্ঘ দিন জুভেন্টাসে কাটানোর পর ফিরে গেলেন নিজের পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। জল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় সময় রাত 9 টা বেজে পনেরো মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের তরফ থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়।

   

রোনাল্ডোর ক্যারিয়ারের স্বর্ণযুগ রিয়াল মাদ্রিদে কাটলেও ক্যারিয়ারের শুরুতে রোনাল্ডো ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডেই। 2003 সাল থেকে 2009 সাল পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ফুটবল খেলেছেন রোনাল্ডো। তারপর তিনি চলে গিয়েছিলেন রিয়াল মাদ্রিদে। রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাস ঘুরে নিজের পুরনো ঠিকানাই ফিরে এলেন পর্তুগিজ তারকা।

জানা গিয়েছে রোনাল্ডোকে নেওয়ার জন্য টান্সফার কি বাবদ জুভেন্টাসকে 21.4 মিলিয়ন পাউন্ড দেবে ম্যানচেস্টার ইউনাইটেড। এছাড়াও রোনাল্ডোর সাপ্তাহিক বেতন হবে ভারতীয় মুদ্রায় চার কোটি টাকা।